এক সময় দেশের সেরা মিডফিল্ডারদের মধ্যে গণ্য করা হতো তাকে। ভারতীয় ফুটবলে খেলা যখন গগনে গগনে হতো তখন পাসিং ফুটবল কাকে বলে সেটা দেখিয়ে দিয়েছিলেন লালকমল ভৌমিক (Lalkamal Bhowmick)। অবসর নিয়েছিলেন। ফের নামলেন মাঠে।
লালকমল ভৌমিক যেমন মোহনবাগানের ঘরের ছেলে তেমনই ইউনাইটেড স্পোর্টসের। সবুজ মেরুন জার্সিতে শতাধিক ম্যাচ খেলা লাল গুরু দায়িত্ব পেয়েছেন পাঠচক্রে। আগেও দায়িত্বে এসেছিলেন। কিন্তু তখন সময়ের অভাবে সরে গিয়েছিলেন নিজে থেকে।
এবারের ঘরোয়া লীগে অন্যতম তরুণ ফুটবল দল মাঠে নামিয়েছে পাঠচক্র। এই দল থেকে চর্চায় উঠে এসেছেন বিস্ময় গোল করা সাহিল হরিজন। পাঠচক্র দলে প্রতিভার অভাব না থাকলেও অভিজ্ঞতার অভাব স্পষ্ট ছিল। সেখানেই বারবার মার খেয়েছে তারা। এক সময় দল চলে গিয়েছিল অবনমনের আওতায়। পরিস্থিতি সামাল দিতে ফের দায়িত্ব তুলে দেওয়া হয় লালকমল ভৌমিকের হাতে। ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করে এক। কিন্তু অবনমন এড়ানোর জন্য সেটা যথেষ্ট ছিল না।
মাঠে দরকার অভিজ্ঞ ফুটবলার। তাই অবসর ভেঙে ফের নিজের বুট জোড়া পরে মাঠে নেমেছেন লাল। পয়েন্ট পেতে শুরু করেছে দল। আপাতত লীগ টেবিলের অনেক ভালো অবস্থানে চলে গিয়েছে পাঠচক্র।