মোহনবাগান ছাড়ার পর হামতের পোস্ট, কমেন্ট করলেন কোলাসো

এক সঙ্গে দুই ফুটবলারকে বিদায় জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। সবুজ মেরুন তাঁবুতে থাকছেন না কিয়ান নাসিরি ও হামতে (Hnamte)। ক্লাবের পক্ষ থেকে জানানো…

mohun bagan hnamte instagram

এক সঙ্গে দুই ফুটবলারকে বিদায় জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। সবুজ মেরুন তাঁবুতে থাকছেন না কিয়ান নাসিরি ও হামতে (Hnamte)। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে বিদায় বার্তা। এরপর সোশ্যাল মিডিয়ায় দুজনেই কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ক্লাবের প্রতি।

হামতে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে লিখেছেন, ‘কোথা থেকে বলা শুরু করবো, গত দুই বছরে মোহনবাগান ছিল আমার জীবনের সবথেকে বড় অংশ। মোহনবাগানে যখন যোগ দিয়েছিলেন তখন আমার বয়স ছিল ১৯, এখন আমি একজন পূর্ণবয়স্ক ব্যক্তি। এই ক্লাবকে কৃতজ্ঞতা জানানো মতো ভাষা আমার নেই। সুযোগ, অভিজ্ঞতা, চড়াই-উৎরাই এই সব কিছু আমাকে একজন ফুটবলার হওয়ার পাশাপাশি ভাল মানুষ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করেছে। ক্লাবে থাকার এই সময়কালে মোহনবাগানের সকল ফুটবলার, সমর্থক, সদস্য, কোচ সহ প্রত্যেকে যারা আমার পাশে ছিলেন তাঁদের জানাই ধন্যবাদ।’

   

জাতীয় দলের শিবিরে মোহনবাগানের ৭ ফুটবলার

হামতের এই ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট করেছেন লিস্টন কোলাসো। কোলাসো বলেছেন, ‘গুড লাক হামতে’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lalrinliana Hnamte (@terina__hnamte)

The End! দল ছেড়ে জল্পনা বাড়ালেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার

কিয়ান নাসিরি তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে লিখেছিলেন, ‘অবিশ্বাস্য পাঁচটা বছরের পর বিদায়। মোহনবাগানের অনূর্ধ্ব ১৯ দল থেকে আমাদের আই লিগে। তারপরে ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলা… সর্বদা মনে রাখব…অবিস্মরণীয় মুহুর্তগুলির জন্য যা চিরকাল আমাকে এগিয়ে চলার পথে সাহায্য করবে। সেরা খেলোয়াড়দের সঙ্গে আমি ড্রেসিংরুম শেয়ার করেছি… অসাধারণ কোচদের সান্নিধ্যে এসে শিখেছি। পৃথিবীর যেখানেই থাকি না কেন, যখনই মাঠে পা রাখবো, মনে রাখবো এই সব কিছু। ভক্তদের কণ্ঠ চিরকাল আমার হৃদয়ে প্রতিধ্বনিত হবে।’