ISL- এর প্রথম ক্লাব হিসেবে ত্রিমুকুট জয়ের আরও কাছে মোহনবাগান

Historic Milestone in Sight: Mohun Bagan

আর মাত্র এক ম্যাচের ব্যবধান। জিততে পারলে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে চলে আসবে ত্রিমুকুট। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) কোনো ক্লাব এর আগে ত্রিমুকুট জিততে পারেনি।

Advertisements

ডুরান্ড কাপ জিতে নতুন মরসুম শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা ভালো করেছিল। আইএসএল-এর সঙ্গে পাল্লা দিয়ে দল নামাতে হচ্ছিল এএফসি কাপের জন্য। এএফসি কাপে দলের পারফরম্যান্স প্রত্যাশা মতো হয়নি। সেই সঙ্গে আইএসএল-এও খেই হারিয়েছিল মোহন তরী।

   

মরসুমের মাঝামাঝি সময় বদল করা হয়েছে কোচ। হুয়ান ফেরান্দোকে সরিয়ে অ্যান্টোনিও লোপেজ হাবাসকে বাগানের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়। তারপর থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে দল। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে প্রাথমিক পর্বের অন্তিম ম্যাচ জয় করা ছাড়া অন্য কোনও অপশন দলের কাছে ছিল না।

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জিতে সুপার জায়ান্টের হাতের মুঠোয় এসেছে শিল্ড। প্রায় ৬০ হাজার দর্শকের সামনে ২-১ গোলে এসেছে জয়, সেই সঙ্গে এসেছে শিল্ড। বাকি রইল ইন্ডিয়ান সুপার লিগ খেতাব।

মোহনবাগান সুপার জায়ান্ট ও ইন্ডিয়ান সুপার লিগ খেতাবের মাঝে আর এক ম্যাচের দূরত্ব। ফাইনাল ম্যাচে জিতলে পারলেই সবুজ মেরুন মেরুন শিবিরে ত্রিমুকুট জয়ের ইতিহাস। আগামী ৪ মে সন্ধ্যায় হবে ফাইনাল ম্যাচ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements