লাল-হলুদ সমর্থকদের উদ্দেশ্যে এবার কী বললেন ইবুসুকি?

কিছু সপ্তাহ আগেই‌ গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস দিয়ামান্তাকোসকে রিলিজ করে ইস্টবেঙ্গল (East Bengal FC)। গত বছর নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও এবারের ডুরান্ড ডার্বিতে…

Dimitrios Diamantakos Leaves East Bengal FC: Hiroshi Ibusuki Emerges as Striker Replacement

কিছু সপ্তাহ আগেই‌ গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস দিয়ামান্তাকোসকে রিলিজ করে ইস্টবেঙ্গল (East Bengal FC)। গত বছর নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও এবারের ডুরান্ড ডার্বিতে নায়ক ছিলেন দিমি। ডুরান্ডের প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডের বিপক্ষে গোল করার পাশাপাশি হাইভোল্টেজ ডার্বি ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন আইএসএলের একবারের গোল্ডেন বুট জয়ী। কিন্তু আসন্ন টুর্নামেন্ট গুলিতে আর তাঁর উপর ভরসা রাখতে পারেনি ম্যানেজমেন্ট। সেজন্যই তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে মশাল ব্রিগেড। তাঁর পরিবর্তে কাকে নেওয়া হবে সেই নিয়ে ও দেখা দিয়েছিল ধোঁয়াশা।

তবে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত বুধবার দলের নতুন বিদেশির নাম ঘোষণা করে ইস্টবেঙ্গল। সেই অনুসারে এবারের এই ফুটবল সিজনের জন্য মরোক্কান তারকা হামিদ আহদাদের পাশাপাশি ফরোয়ার্ডে ঝড় তুলতে দেখা যেতে চলেছে হিরোশি ইবসুকিকে। বিগত কয়েকদিন ধরেই জাপানি ফুটবলারের নাম উঠে আসতে শুরু করেছিল বিভিন্ন মাধ্যমে। শেষ পর্যন্ত তাঁকেই চূড়ান্ত করে ফেলেছে মশাল ব্রিগেড। জাপানে জন্মগ্ৰহন করলেও পরবর্তীতে বেলজিয়াম, স্পেন ও অস্ট্রেলিয়ার একাধিক গুরুত্বপূর্ণ ফুটবল ক্লাবে খেলেছেন বছর চৌত্রিশের এই তারকা।

   

Advertisements

বলতে গেলে ব্যাপক অভিজ্ঞতা নিয়েই শহরে আসতে চলেছেন এই ফরোয়ার্ড। এবার আপামর লাল-হলুদ জনতার উদ্দেশ্যে বাংলা ভাষায় এবার একটি শর্ট ভিডিও তৈরি করেন ইস্টবেঙ্গলের এই নবাগত ফুটবলার। যেখানে তিনি বলেন, ” নমষ্কার আমি হিরোশি ইবসুকি। কলকাতায় আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্যে আমি অধির আগ্রহে অপেক্ষা করছি।” তাঁর মুখে এমন স্পষ্ট বাংলা শুনে যথেষ্ট খুশি সমর্থকরা। এবার তাঁর শহরে আসার অপেক্ষায় মুখিয়ে রয়েছে সকলে‌। উল্লেখ্য, গত ফুটবল মরসুমে এ লিগের ফুটবল ক্লাবে খেলেছিলেন এই তারকা।

গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই জাপানি ফুটবলারের। এবার কলকাতা ময়দানের এই প্রধানের জার্সিতে নিজেকে কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার।