অস্ট্রেলিয়ায় নিজের জাত চেনাতে গেলেন ইবুসুকি

East Bengal FC ছাড়ার পর নতুন করে নিজের জাত চেনাতে অস্ট্রেলিয়ার ক্লাব Western Sydney Wanderers–এ যোগ দিলেন জাপানি ফরোয়ার্ড Hiroshi Ibusuki। চুক্তির মেয়াদ ২০২৬–২৭ মরসুম…

Hiroshi Ibusuki

East Bengal FC ছাড়ার পর নতুন করে নিজের জাত চেনাতে অস্ট্রেলিয়ার ক্লাব Western Sydney Wanderers–এ যোগ দিলেন জাপানি ফরোয়ার্ড Hiroshi Ibusuki। চুক্তির মেয়াদ ২০২৬–২৭ মরসুম পর্যন্ত।

Advertisements

এবারের আইএফএ শিল্ডের সময় দলের আক্রমণ ভাগকে মজবুত করতে হিরোশি ইবুসুকিকে দলে টেনেছিল ইস্টবেঙ্গল ক্লাব। দিমিত্রিওস দিয়ামান্তাকোসের পর এই জাপানি বোমার উপর ব্যাপক প্রত্যাশা ছিল সমর্থকদের। কিন্তু তা হয়তো পূরণ করতে পারেননি হিরোশি। যারফলে এবারের এই সিজনে দল একাধিকবার ট্রফি জয়ের সম্মুখীন হলেও চূড়ান্ত সাফল্য আসেনি। এই সিজনের ঐতিহাসিক আইএফএ শিল্ড ফাইনাল হোক কিংবা সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট সুপার কাপ। প্রত্যেক ক্ষেত্রেই হতাশ করেছেন এই বিদেশী স্ট্রাইকার। একাধিকবার গোলের সহজ সুযোগ পেলেও সেগুলি কাজে লাগানো সম্ভব হয়নি।

   

Read More: অনুশীলনে এসে মিগুয়েলের সান্নিধ্য পেলেন লাল-হলুদের ছোট্ট রিদীপ

তাহলে হয়তো বদলে যেতে পারতো অনেক কিছুই। সুপার কাপ ফাইনালের সাডেন ডেথে পরাজয়ের বদলে হয়তো নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই বাজিমাত করে ভারত সেরা হয়ে শহরে ফিরতে পারতো মশাল ব্রিগেড। কিন্তু হয়নি কিছুই। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে আসন্ন প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ইবুসুকির উপর যে কোচ ভরসা রাখতে পারছেন না সেই আভাস মিলেছিল অনেক আগেই। এমনকি গত বুধবার নিজের সোশ্যাল সাইটে ইস্টবেঙ্গলের একটি ফ্যান পেজের পাশাপাশি বিমানের ছবি আপলোড করে দল ছাড়ার বিষয়টি নিজেই উস্কে দিয়েছিলেন এই তারকা।

Read More: বিশ্বকাপে ভ্যেনু বদল বাংলাদেশের? ঢাকা সফরে আইসিসির প্রতিনিধি দল

বাকি ছিল সরকারি ঘোষণা। গত বৃহস্পতিবার গভীর রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে হিরোশি ইবুসুকিকে ধন্যবাদ জানিয়ে দেয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। যেখানে তাঁর ছবি আপলোড করে লেখা হয়েছিল, ‘ ইস্টবেঙ্গল এফসি এবং হিরোশি ইবুসুকি পারস্পরিকভাবে আলাদা হতে সম্মত হয়েছে। আমাদের সাথে তাঁর পেশাদারিত্ব এবং অবদানের জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই। আমরা তাঁর ভবিষ্যতের প্রচেষ্টায় শুভকামনা জানাই।’ এরপর অনেকেই মনে করেছিল যে এবার হয়তো নিজের দেশের কোনও ফুটবল ক্লাবেই যোগদান করবেন তিনি। কিন্তু সমস্ত কিছু দূরে ঠেলে সকলকে চমকে দিয়ে এবার অস্ট্রেলিয়ায় পাড়ি দিলেন লাল-হলুদের এই প্রাক্তন ফুটবলার।

Read More: নর্থইস্ট ছাড়লেন ডুরান্ড কাপ জয়ী এই স্প্যানিশ তারকা

আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা জানিয়ে দেয় ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স। জানা গিয়েছে, ২০২৬-২০২৭ সিজন পর্যন্ত আপাতত তাঁর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে এই বিদেশি ফুটবল ক্লাব। নিজের পুরনো পারফরম্যান্স ভুলে নিজের হারানো ফর্ম ফেরানোর লক্ষ্য থাকবে হিরোশির।

Advertisements