শহরে এসে গিয়েছেন ইবুসুকি, খেলবেন নামধারী ম্যাচ?

Advertisements অবশেষে বৃহস্পতিবার রাতে শহরে এসে গিয়েছেন হিরোশি ইবুসুকি (Hiroshi Ibusuki)। বিগত কয়েকদিন ধরে যার অপেক্ষায় পথ চেয়ে বসেছিল আপামর ইস্টবেঙ্গল জনতা। শেষ পর্যন্ত তিনি…

hiroshi-ibusuki-arrives-kolkata-east-bengal-fc-namdhari-fc-ifa-shield-2025-debut

Advertisements

অবশেষে বৃহস্পতিবার রাতে শহরে এসে গিয়েছেন হিরোশি ইবুসুকি (Hiroshi Ibusuki)। বিগত কয়েকদিন ধরে যার অপেক্ষায় পথ চেয়ে বসেছিল আপামর ইস্টবেঙ্গল জনতা। শেষ পর্যন্ত তিনি এসে গেলেন কলকাতায়।‌ স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে কলকাতা বিমানবন্দরে খুশির জোয়ার দেখা গিয়েছিল সমর্থকদের মধ্যে। এবার এই ভারতীয় ফুটবল ক্লাবের জার্সিতে নিজেকে আদৌ কতটা মেলে ধরতে পারেন এখন সেদিকেই নজর থাকবে সকলের। একটা সময় জাপানের ক্লাব থেকে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ ঘটলেও পরবর্তীতে বেলজিয়াম, স্পেন ও অস্ট্রেলিয়ার একাধিক গুরুত্বপূর্ণ ফুটবল ক্লাবে খেলেছেন বছর চৌত্রিশের এই তারকা।

বিজ্ঞাপন
Also Read | এই স্প্যানিশ ডিফেন্ডারকে দলে টানল কেরালা ব্লাস্টার্স

বলা যায় এবার ব্যাপক অভিজ্ঞতার ভান্ডার নিয়েই শহরে এসেছেন এই জাপানি ফুটবলার (Hiroshi Ibusuki)। কিন্তু লাল-হলুদ জার্সিতে নিজের সেরাটা উজাড় করে দিতে পারেন কিনা সেটাই দেখার। উল্লেখ্য, গত ডুরান্ড কাপের পর এবারের এই ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডে ও যথেষ্ট ভালো শুরু করেছে মশাল ব্রিগেড। টুর্নামেন্টের প্রথম দিনেই আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব তথা শ্রীনিধি ডেকান এফসিকে বিরাট বড় ব্যবধানে পরাজিত করেছে অস্কার ব্রুজোর ছেলেরা। গোল করেছিলেন দলের প্রায় চারজন ফুটবলার। যা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যুক্ত করবে ফুটবলারদের মধ্যে।

Also Read |রহিম আলির গোল, সিঙ্গাপুরের কাছে হার বাঁচাল ভারত 

দিনকয়েকের মধ্যেই এই শিল্ডের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আইলিগের আরেক শক্তিশালী ফুটবল ক্লাব তথা নামধারী এফসি। গত ম্যাচের মতো এই ম্যাচে ও জয় পাওয়ার লক্ষ্যে নামবেন মিগুয়েল ফিগুয়েরা থেকে শুরু করে সৌভিক চক্রবর্তীর মতো ফুটবলাররা। এবার এই ম্যাচে আদৌও ইবুসুকিকে (Hiroshi Ibusuki) নামানো হয় কিনা‌ এখন সেদিকেই নজর থাকবে আপামর লাল-হলুদ জনতার।