বৃহস্পতিবার রাতেই শহরে পা রাখছেন হিরোশি ইবুসুকি

ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবার। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার রাতেই শহরে পা রাখতে চলেছেন দলের ষষ্ঠ বিদেশি হিরোশি…

Dimitrios Diamantakos Leaves East Bengal FC: Hiroshi Ibusuki Emerges as Striker Replacement

ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবার। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার রাতেই শহরে পা রাখতে চলেছেন দলের ষষ্ঠ বিদেশি হিরোশি ইবুসুকি (Hiroshi Ibusuki)। হ্যাঁ ঠিকই শুনেছেন। সব ঠিকঠাক থাকলে ৯ই অক্টোবর রাত ১০টার মধ্যেই কলকাতা শহরে পা রাখবেন এই জাপানি ফরোয়ার্ড। বর্তমানে তাঁর আসার অপেক্ষায় প্রহর গুনতে শুরু করে দিয়েছে আপামর লাল-হলুদ জনতা। ইতিমধ্যেই দলের আক্রমণভাগে সকলের নজর কাড়ছেন মরোক্কান তারকা হামিদ আহদাদ। এবার ইবুসুকির যোগদান নিঃসন্দেহে আগের থেকে আরও শক্তিশালী করে তুলবে দলকে।

Advertisements

যারফলে এবারের আইএফএ শিল্ডের দ্বিতীয় ম্যাচে নামধারী এফসির বিপক্ষে খেলতে দেখা গেলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না কারুর কাছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই তাঁরা আসার কথা শোনা যাচ্ছিল ব্যাপকভাবে। তবে ভিসা জনিত সমস্যা দেখা দেওয়ায় বেশ কিছুটা সময় লেগেছে এই তারকা ফুটবলারের। এবার এই ভারতীয় ফুটবল ক্লাবের হয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারেন এখন সেদিকেই নজর থাকবে প্রত্যেক ফুটবল অনুরাগীদের। মাস কয়েক আগেই দিমিত্রিওস দিয়ামান্তাকোসকে রিলিজ করেছিল মশাল ব্রিগেড। আসলে গত সিজনে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই তারকা।

বিজ্ঞাপন

তবে গত ডুরান্ড ডার্বিতে নায়ক হিসেবে উঠে আসলেও পরবর্তীতে টুর্নামেন্টের সেমিফাইনালে আর বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। সেজন্যই পরবর্তীতে তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে মশাল ব্রিগেড। তাঁর পরিবর্তে দলের সঙ্গে যুক্ত করা হয় এই জাপানি জাপানি ফুটবলারকে। একটা সময় জাপানের ক্লাব থেকে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ ঘটলেও পরবর্তীতে বেলজিয়াম, স্পেন ও অস্ট্রেলিয়ার একাধিক গুরুত্বপূর্ণ ফুটবল ক্লাবে খেলেছেন বছর চৌত্রিশের এই তারকা। অর্থাৎ ব্যাপক অভিজ্ঞতার ভান্ডার নিয়েই শহরে আসছেন চলেছেন এই ফরোয়ার্ড।

এবারের এই সুপার কাপের পাশাপাশি দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ও তাঁকে নিয়ে ব্যাপক প্রত্যাশা প্রত্যেকের।