Sunday, December 7, 2025
HomeSports Newsকবে শহরে আসবেন লাল-হলুদের নয়া বিদেশি?

কবে শহরে আসবেন লাল-হলুদের নয়া বিদেশি?

- Advertisement -

মাসকয়েক আগেই দিমিত্রিওস দিয়ামান্তাকোস কে রিলিজ করেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। একটা সময় কেরালা ব্লাস্টার্সের জার্সিতে দাপিয়ে খেললেও গত সিজনে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই গ্ৰীক ফরোয়ার্ড। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। এমনকি গোলের খরায় যথেষ্ট ভুগতে ও হয়েছিল ময়দানের এই প্রধানকে। স্বাভাবিকভাবেই নতুন মরসুমে তাঁকে আদৌও রাখা হবে কিনা সেই নিয়ে যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছিল সকলের মধ্যে। যদিও পরবর্তীতে তাঁকে সামনে রেখেই এবারের ডুরান্ডে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)।

Also Read | বৃহস্পতিবার রাতেই শহরে পা রাখছেন হিরোশি ইবুসুকি

গত ডার্বিতে নায়ক হিসেবে উঠে আসলেও পরবর্তীতে টুর্নামেন্টের সেমিফাইনালে আর বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। সেজন্যই পরবর্তীতে তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে মশাল ব্রিগেড। তাঁর পরিবর্তে দলের সঙ্গে যুক্ত করা হয় জাপানি ফুটবলার হিরোশি ইবুসুকিকে। জাপানের ক্লাব থেকে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ ঘটলেও পরবর্তীতে বেলজিয়াম, স্পেন ও অস্ট্রেলিয়ার একাধিক গুরুত্বপূর্ণ ফুটবল ক্লাবে খেলেছেন বছর চৌত্রিশের এই তারকা। বলতে গেলে ব্যাপক অভিজ্ঞতা নিয়েই শহরে আসতে চলেছেন এই ফরোয়ার্ড।

   

Dimitrios Diamantakos Leaves East Bengal FC: Hiroshi Ibusuki Emerges as Striker Replacement

এবার তাঁর দিকেই তাকিয়ে আপামর লাল-হলুদ (East Bengal FC) জনতা। মরোক্কান তারকা হামিদ আহদাদের পাশাপাশি নিজেকে আদৌও কতটা মেলে ধরতে পারেন এখন সেদিকেই নজর থাকবে সকলের। কিন্তু কবে শহরে পা রাখবেন লাল-হলুদের(East Bengal FC) এই নবাগত বিদেশি? বিগত কয়েক সপ্তাহ ধরেই সেই নিয়ে ব্যাপক ধোঁয়াশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। জানা গিয়েছিল ভিসা জনিত সমস্যার কারণে ভারতে আসতে কিছুটা সময় লাগছে এই ফুটবলারের। তবে ইতিমধ্যেই অনেকটা বদলেছে পরিস্থিতি। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর খুব শীঘ্রই শহরে আসতে চলেছেন এই জাপানি তারকা।

সেক্ষেত্রে এই নতুন সপ্তাহের মধ্যে তিনি কলকাতার বুকে পা রাখলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না কারুর কাছে। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে সেই বিষয়টি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular