Hira Mondal : হীরাকে নেওয়ার জন্য লাগাতার চেষ্টা চালাচ্ছে এই ক্লাব

ISL
হীরা মন্ডলের নাক ভেঙেছিল কিন্তু লড়াই থামেনি।

হীরা মন্ডলের (Hira Mondal) দিকে তাকিয়ে রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) একাধিক দিল। যার মধ্যে একটি দল ধারাবাহিকভাবে পর্যবেক্ষণে রেখেছে বাংলার এই ফুটবলারকে। হীরা এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলেই জানা যাচ্ছে। আরও একটু দেখে নিতে চাইছেন তিনি।

গত মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে দারুণ খেলেছিলেন হীরা মন্ডল। সেই থেকে ফুটবল প্রেমীদের অন্যতম আগ্রহের বিষয় তিনি। সূত্রের খবর অনুযায়ী হীরাকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে চেন্নাইয়ান ফুটবল ক্লাব। এছাড়াও একাধিক ফ্র্যাঞ্চাইজি তাদের দরজা খুলে রেখেছে বলে জানা যাচ্ছে।

   

গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম ধারাবাহিক পারফর্মার হিসেবে উঠে এসেছিলেন হীরা মন্ডল। দলের খারাপ ফলাফল সত্ত্বেও হীরার খেলায় আশার আলো দেখেছিলেন লাল হলুদ সমর্থকরা।

নতুন মরশুমে হীরা মন্ডল ইস্টবেঙ্গল ক্লাব থাকবেন কি না সে বিষয়ে কৌতূহল রয়েছে। কারণ ভারতের অন্যান্য দলের কর্তারাও তাঁর দিকে নজর রেখেছেন বলে জানা গিয়েছিল। ইনভেস্টর জট কাটার পর হীরার ব্যাপারেও ইস্টবেঙ্গল ক্লাব দ্রুত পদক্ষেপ নিতে পারবে বলে আশা করা যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন