রেনেডি সিং প্রমাণ করে দিয়েছেন ভারতীয়রাও কোনও অংশে কম নয়: Hira Mondal

চলতি মরশুমে প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। তবুও খারাপের মধ্যেও রয়েছে ভালো দিক। হীরা মন্ডল (Hira Mondal) এবারের ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম আবিষ্কার। এক…

রেনেডি সিং প্রমাণ করে দিয়েছেন ভারতীয়রাও কোনও অংশে কম নয়: Hira Mondal

চলতি মরশুমে প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। তবুও খারাপের মধ্যেও রয়েছে ভালো দিক। হীরা মন্ডল (Hira Mondal) এবারের ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম আবিষ্কার। এক বহুল প্রচলিত ক্রীড়া সংবাদ মাধ্যমে সম্প্রতি দিয়েছেন এক খোলামেলা সাক্ষাৎকার। 

মানলো ডিয়াজ, রেনেডি সিং এবং মারিও রিভেরার কোচিংয়ে খেলার অভিজ্ঞতা হয়েছে হীরার। তিন কোচের প্রতিই তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন । 

এসসি ইস্টবেঙ্গলে খেলার আগেও বিদেশি কোচের অধীনে খেলার অভিজ্ঞতা রয়েছে বঙ্গ তনয়ের। সেই অভিজ্ঞতা কাজে লেগেছে লাল হলুদ। হীরা জানিয়েছেন, ‘ মহামেডানে খেলার সময় বিদেশি কোচ পেয়েছিলাম। আমার ইংরেজির ওপর তেমন দখল নেই। বুঝতে চেষ্টা করতাম তাঁরা কী চাইছেন। কোনো কারণে বুঝতে না পারলে সতীর্থদের কিংবা সিনিয়রদের থেকে সাহায্য চাইতাম। কোচেদের অভিজ্ঞতা প্রচুর। তাই আমি প্রত্যেকের কাছ থেকেই শিখতে চেষ্টা করেছি। ‘ 

Advertisements
Hira Mondal
হীরা মন্ডল তখন খেলতেন মহামেডানে এফসিতে।

‘ প্রায়শই বলা হয় ইন্ডিয়ান সুপার লিগে খেলার যোগ্যতা ভারতীয় ফুটবলারদের নেই। রেনেডি সিং সেটা ভুল প্রমাণ করেছেন। ঠিক করে কাজে লাগাতে পারলে ভারতীয়রাও যে কোনও অংশে কম যায় না সেটা তিনি করে দেখিয়েছেন। ভারতীয় ফুটবলারদের জন্য পথ তৈরি করে দিয়েছেন উনি ‘, রেনেডি সিং সম্পর্কে এমনটাই জানিয়েছেন হীরা মন্ডল। 

‘ মারিও রিভেরা একজন ভালো মানুষ ‘, বলেছেন হীরা। ‘ মারিও যেমন ভালো মানুষ তেমন ভালো কোচও। মাঠে এবং মাঠের বাইরেও ফুটবলারদের খেয়াল রাখেন তিনি। ডায়েট সম্পর্কে সচেতন।’