হীরা মন্ডল অধ্যায় হয়তো খুব সহজ নয়

Hira Mondal rumours thurday

হীরা মন্ডল (Hira Mondal) ধাঁধা এখনও কাটেনি। তিনি ঠিক কোন দলের হয়ে খেলতে চলেছেন সে ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সামাজিক মাধ্যমে এই নিয়ে অনেক লেখালিখি হলেও ধোঁয়াশার মধ্যে রয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

আরও পড়ুন: Hira Mondal : বেঙ্গালুরু এফসি যোগ প্রসঙ্গে “FAKE NEWS” বললেন ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হীরা

   

বুধবার সন্ধ্যার পর একাংশ দাবি করেছিলেন হীরা মন্ডল ইতিমধ্যে অন্য ক্লাবে সই করে ফেলেছেন। ইস্টবেঙ্গল ক্লাব কিংবা চেন্নাইয়ান ফুটবল ক্লাব নয়, বেঙ্গালুরু ফুটবল ক্লাবে নাম লিখিয়েছেন। কিন্তু সত্যি কি তাই? প্রশ্নের উত্তর এখনও মিলছে না।

আরও পড়ুন Hira Mondal : হীরাও হয়ত আর খুব বেশি সময় দিতে পারবেন না

বেঙ্গালুরু যোগের খবর জোর পেলেও এই খবরের বিশ্বাস যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে। গভীর রাত কিংবা বৃহস্পতিবার সকালেও ফুটবল মহলের একাংশ দাবি করেছেন সে হীরা এখনও কোথাও সই করেননি। ইস্টবেঙ্গল ক্লাব কিংবা অন্য কোনো দলে যাওয়ার ব্যাপারে এখনো মনস্থির তিনি করেননি।

এমনটাও শোনা যাচ্ছে যে হীরাকে দলে রাখতে চেষ্টা চালাচ্ছেন লাল হলুদ কর্তারা। কর্তারা তাঁর সঙ্গে কথা বলেছেন বলে মনে করা হচ্ছে। সর্বোপরি বৃহস্পতিবার সকালে খবর, হীরা মন্ডলের জন্য ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগের অন্য ক্লাবের দড়ি টানাটানি চলছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন