হীরা মন্ডল (Hira Mondal) কোন দলের হয়ে খেলবেন সেটা এখনও নিশ্চিত নয়। নতুন মরশুমের আগে একাধিক ফুটবলারকে ইস্টবেঙ্গল (East Bengal) নিশ্চিত করেছে। সেই তালিকায় এখনও পর্যন্ত হীরা মন্ডলের নাম নেই বলেই খবর। ইনভেস্টর জট কাটিয়ে হীরাকে কি এবার নিশ্চিত করবে ক্লাব।
বুধবার ইস্টবেঙ্গল এবং ইমামি কর্তাদের মধ্যে বৈঠক হয়েছিল। দুই পক্ষের মধ্যে আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানা গিয়েছে। দল গোছানোর কাজে ক্লাবের পাশে থাকার আশ্বাস দিয়েছে কোম্পানি। আগামী কয়েক দিনের মধ্যে ফের বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে।
গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম ধারাবাহিক পারফর্মার হিসেবে উঠে এসেছিলেন হীরা মন্ডল। দলের খারাপ ফলাফল সত্ত্বেও হীরার খেলায় আশার আলো দেখেছিলেন লাল হলুদ সমর্থকরা।
নতুন মরশুমে হীরা মন্ডল ইস্টবেঙ্গল ক্লাব থাকবেন কি না সে বিষয়ে আগ্রহ রয়েছে। কারণ ভারতের অন্যান্য দলের কর্তারাও তাঁর দিকে নজর রেখেছেন বলে জানা গিয়েছিল। ইনভেস্টর জট কাটার পর হীরার ব্যাপারেও ইস্টবেঙ্গল ক্লাব দ্রুত পদক্ষেপ নিতে পারবে বলে আশা করা যায়।