হীরা মন্ডল (Hira Mondal) কি মিথ্যা কথা বলেছেন? ওনার নামে একটা স্ক্রিন শট সম্প্রতি জনপ্রিয় হয়েছিল নেটিজেনদের মধ্যে। হীরা সেদিন বলেছিলেন, তিনি তখনও ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে যাননি। এছাড়াও আরও একটা প্রশ্ন, হীরা মন্ডল কেন অন্য ক্লাবে যোগ দিলেন।
বেঙ্গালুরু ফুটবল ক্লাবে যোগ দেওয়ার পর বুধবার ফেসবুক একটা ভিডিও পোস্ট করেছিলেন হীরা মন্ডল। সেখানে জানিয়েছে যে তিনি মিথ্যা কথা বলেননি। সেদিন সত্যিই বেঙ্গালুরু ফুটবল ক্লাবে নিশ্চিত ছিলেন না।
অনেকের অভিযোগ ছিল, স্রেফ টাকা পয়সার কথা ভেবে ক্লাব বদল করেছেন হীরা মন্ডল। তিনি সে ব্যাপারেও নিজের মতামত দিয়েছেন। ফেসবুক লাইভে বলেছেন, টাকা পয়সা যদি সব হতো তাহলে অনেক আগেই দল বদল করতে পারতেন। হীরা জানিয়েছেন, মরসুম শেষ হওয়ার পর তাঁর কাছে
একাধিক ক্লাবের অফার ছিল। এবং বেশ ভালো বেতনের প্রস্তাব ছিল। তবুও ক্লাব বদল করেননি।
ফেসবুক ভিডিওতে হীরা বারংবার বলেছেন ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকদের কথা। উনি বারংবার বলেছেন যে শুধুমাত্র ক্লাব সমর্থকদের কথা, সমর্থকদের ভালোবাসা, বাংলার ফুটবলের উন্মাদনার কথা ভেবে অপেক্ষা করেছিলেন। পরিস্থিতির জেরে বাধ্য হয়ে তিনি সই করেছেন বেঙ্গালুরু ফুটবল ক্লাবে।