Monday, December 8, 2025
HomeSports NewsHira Mondal: মারিওর প্রশংসা পাওয়া হীরার কাছে ছ'টি ক্লাবের অফার

Hira Mondal: মারিওর প্রশংসা পাওয়া হীরার কাছে ছ’টি ক্লাবের অফার

- Advertisement -

চলতি মরশুমের ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম আবিষ্কার হীরা মন্ডল (Hira Mondal)। এই বঙ্গ তনয়ের খেলায় মজেছেন এসসি ইস্টবেঙ্গলের কোচ মারিও রিভেরা। আইএসএল-এর অন্যান্য ক্লাবের নজরেও রয়েছেন হীরা। 

কলকাতা ফুটবলে পরিচিত নাম হীরা মন্ডল। মহামেডান খেলার সময়ে দেখিয়েছিলেন তাঁর মুন্সিয়ানা। আইএসএলে খেলে তিনিও তিনি নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছেন প্রায় প্রতিটি ম্যাচেই। অন্যান্য দলও এমন একজন ফুটবলারকে সই করতে আগ্রহী হবে সে ব্যাপারে সন্দেহের অবকাশ নেই।

   

সূত্রের খবর, হীরার কাছে ইতিমধ্যে গিয়েছে লিগের ছ’টি ক্লাবের অফার। যার মধ্যে দু’টি ক্লাব আইএসএল-এর অন্যতম ধনী বলে পরিচিত। 

আগামী মরশুমে লাল জার্সি পরে খেলবেন তো তিনি? জানা গিয়েছে হীরা আরও একটু দেখে নিতে চাইছেন। সময় নিয়ে নিতে চাইছেন সিদ্ধান্ত। সব ঠিক থাকলে আগামী মরশুমেও তাঁর ইস্টবেঙ্গলে খেলার ইচ্ছা রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। 

ভাষা দিবসের দিনে হীরা মন্ডল সম্পর্কে মারিও রিভেরা বলেছেন, ‘দারুণ ফুটবলার। ওর পায়ে ভালো কাজ রয়েছে। প্রতি দিন এভাবেই যদি নিজেকে গড়তে থাকে, তাহলে আমি নিশ্চিত খুব তাড়াতাড়ি জাতীয় দলে জায়গা করে নেবে।’ 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular