“Fake News” বলে হীরা সেই বেঙ্গালুরুতেই যোগ দিলেন

Hira Mondal
হীরাকে কেন্দ্র করে এখনও সমর্থক উন্মাদনা।

ইস্টবেঙ্গল সমর্থকদের আশঙ্কাই সত্যি হল। দল ছাড়লেন হীরা মন্ডল (Hira Mandal)। যোগ দিলেন বেঙ্গালুরু (ফুটবল। মঙ্গলবার সিলিকন ভ্যালির ক্লাবটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই সই সংবাদ।

সূত্র মারফত জানা গিয়েছিল, হীরা মন্ডলের প্রতি আগ্রহ ছিল বেশ কিছু আইএসএল ক্লাবের। শেষ পর্যন্ত তিনি বেঙ্গালুরু এফসিতে দুই বছরের চুক্তিতে যোগ দিয়ে দিয়েছেন বলে জুনের ২৯ তারিখেই জানা গিয়েছিল। ইমামি গ্রুপের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি এখনো পর্যন্ত হয়নি। সে কারণে হীরার কাছে সময় চেয়েছিল ইস্টবেঙ্গল কর্মকর্তারা । এইদিকে প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলাররা অর্থাৎ মহম্মদ রফিক, সৌরভ দাসেরা ইতিমধ্যেই দল ছেড়েছেন এবং চেন্নাইয়ানে যোগ দিয়েছেন।

   

হীরার বেঙ্গালুরু যোগের জল্পনা ব্যাপকভাবে ছড়িয়েছিল জুনের ২৯ তারিখে। সেই একই জল্পনাই সত্যি প্রমাণিত হল জুলাইয়ের ৫ তারিখে। দিন কয়েক আগে কেউ মনে করেছিলেন যে তিনি তখনই বেঙ্গালুরু ফুটবল ক্লাবে সই করে ফেলেছিলেন। কারও মত ছিল, হীরা হয়তো ইস্টবেঙ্গল ক্লাবের জন্য আরও অপেক্ষা করতে প্রস্তুত।

হীরা মন্ডলের মন্তব্যের পর জল্পনা আরও বেড়েছিল। উৎসাহী সমর্থকরা হীরাকে মেসেজ করে জানতে চেয়েছিলেন, বেঙ্গালুরু যোগ সত্যি কি না। হীরা তখন বলেছিলেন, “ফেক নিউজ”।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন