Himanshu Jangra: ইস্টবেঙ্গল বাতিল হিমাংশুর গোলে পয়েন্ট পেল দল

Himanshu Jangra

রবিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে দিল্লি এফসির (Delhi FC ) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে ডুরান্ড কাপ অভিযান শুরু করল হায়দ্রাবাদ এফসি। ষষ্ঠ মিনিটে হিমাংশু জাংরা (Himanshu Jangra) দিল্লির হয়ে গোল করে ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে রামলুঞ্চুঙ্গা কর্নার থেকে সরাসরি গোল করে করে ইন্ডিয়ান সুপার লীগের টিমকে সমতায় ফেরান।

Advertisements

রবিবার বিকেলে সরুজাই স্টেডিয়াম ম্যাচ যে খুব একটা উপভোগ্য হয়নি। যার অন্যতম কারণ অবিরাম বৃষ্টি। টানা বৃষ্টির ফলে মাঠে জল জমতে শুরু করেছিল। মাটিতে পড়ে থমকে যাচ্ছিল বলে। যার ফলে খেলার গতি বিঘ্নিত হয়েছিল একাধিকবার। যাইহোক, দুই দলের গোলরক্ষককে একাধিকবার পরীক্ষার মুখে পড়তে হয়েছে এদিনের ম্যাচে। আরেন ডি’সিলভা বেশ কয়েকটি ভাল সুযোগ তৈরি করেছিলেন।

   

তবে কোনটি কাজে লাগাতে পারেননি। হায়দ্রাবাদ এক গোলে পিছিয়ে থাকলেও রৌদ্রোজ্জ্বল পরিবেশে আরও ভালো আউটফিল্ডে নেমে দিল্লিকে পেছনে ঠেলে দিতে সক্ষম হয়। এরপরেই চুঙ্গা বাঁ কোণ থেকে সরাসরি কার্লার দিয়ে গোল করেন।

Advertisements

গুরমিত সিং বেশ কিছু দুর্দান্ত সেভ করেছিলেন। অন্য দিকে যখন তাভোরা এবং মার্ক জোথানপুইয়া পুরো খেলায় মিডফিল্ডকে কার্যত নিজেদের দখলে রেখেছিলেন। মোহাম্মদ ইয়াসির, অ্যালেক্স সাজি, নিম দর্জি তামাং এবং চিংলেনসানা সিংও তাদের ভূমিকা পালন করেছিলেন যথাযথ ভাবে। তবে চুঙ্গা ইয়েলো অ্যান্ড ব্ল্যাকের হয়ে দুরন্ত গোল করে এদিনের ম্যাচের কেন্দ্র বিন্দুতে চলে এসেছেন। ১-১ গোলের ফলে এইচএফসি এবং দিল্লি এফসি একটি করে পয়েন্ট নিয়ে গ্রুপ ই-তে শুরু করল তাদের Durand Cup অভিযান। আগামী ১০ আগস্ট চেন্নাইয়িন এফসির বিপক্ষে মাঠে নামবে হায়দ্রাবাদ।