Himanshu Jangra: মোহনবাগানে খেলার ইচ্ছা প্রকাশ করলেন ভবিষ্যতের সুনীল ছেত্রী

বিশ্বের যেকোন দেশের উঠতি ফুটবলাররা স্বপ্ন দেখে কেরিয়ারের কোনও একটা সময় নিজের পছন্দসই ক্লাবের খেলার। তেমনই শোনা যাচ্ছে এক উদীয়মান ভারতীয় ফুটবলার সম্প্রতি এটিকে মোহনবাগানের…

Himanshu Jangra,Future ,Sunil Chhetri,ATK Mohun Bagan

বিশ্বের যেকোন দেশের উঠতি ফুটবলাররা স্বপ্ন দেখে কেরিয়ারের কোনও একটা সময় নিজের পছন্দসই ক্লাবের খেলার। তেমনই শোনা যাচ্ছে এক উদীয়মান ভারতীয় ফুটবলার সম্প্রতি এটিকে মোহনবাগানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। কথা বলছি ১৮ বছর বয়সী ভারতীয় সেন্টার ফরোয়ার্ড হিমাংশু জাংরার (Himanshu Jangra)। নিজের নিজের সুচারু ফুটবল প্রতিভার মধ্যে দিয়ে ম‍্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে। শুধুমাত্র সেন্টার ফরোয়ার্ড হিসেবে’ই নয়, লেফট উইং পজিশনেও ভালো খেলার ক্ষমতা রাখে হিমাংশু।

Advertisements

সদ‍্য সমাপ্ত অনূর্ধ -২০ সাফ চ‍্যাম্পিয়ানশিপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছিলেন হিমাংশু। বিশেষ করে ফাইনাল ম‍্যাচে নিজের পারফরম্যান্স’কে একেবারেই আলাদা মার্গে নিয়ে গেছিলেন। ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ফলাফল ছিলো ২-২। অতিরিক্ত সময় একটা দুর্দান্ত গোল করে ভারতের জয়ের স্বপ্ন’কে বাস্তবের রুপ দেওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে দিয়েছিলেন এই হিমাংশু। পরবর্তী সময় ৫-২ ফলাফলে ভারত সাফ অনূর্ধ -২০ চ‍্যাম্পিয়নশিপ পকেটে পোরে।

বিজ্ঞাপন

বর্তমানে দিল্লি এফসি’র সাথে চুক্তিবদ্ধ এই ফুটবলার’কে জানতে চাওয়া হয়, তিনি ভবিষ্যতে কোন ক্লাবের হয়ে আইএসএলে খেলতে পছন্দ করবেন, সেখানে তিনি বিনা সময় ব‍্যয় এটিকে মোহনবাগানের নাম নেন। ২০২৪ সাল অবধি মুম্বইয়ের এই ক্লাবে চুক্তিবদ্ধ এই ফুটবলার’কে যদি ভবিষ্যতে সবুজ মেরুন শিবির তাদের ক্লাবে নিয়ে আসতে পারে তাহলে হয়তো কিয়ান নাসিরির মতো আরও এক প্রতিভাকে বাগান কাঁপাতে দেখতে পারি আমরা।