এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। তবে জামশেদপুর দলের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে ও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই ফিরতে হয়েছিল তাদেরকে। পরবর্তীতে হায়দরাবাদ এফসির বিপক্ষে জয় পেয়ে ছন্দে ফিরলেও তৃতীয় ম্যাচে কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হতে হয় লাল-হলুদ ব্রিগেডকে।
পরবর্তীতে সন্দেশ ঝিঙ্গানদের এফসি গোয়া ও ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে ও পরাজিত হতে হয় তাদেরকে। যা দেখে গতবারের সাথে মিল খুঁজে পাচ্ছেন সকলে। যারফলে, হতাশার ছবিও প্রবলভাবে দেখা দিতে শুরু করেছে দলের সমর্থকদের মধ্যে। তবে সহজে হাল ছাড়ার পাত্র নন লাল-হলুদের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। কেরালা ম্যাচের পর জাতীয় শিবিরের ম্যাচ থাকায় সাময়িক বন্ধ থাকে ইন্ডিয়ান সুপার লিগ।
তবে এবার ফের শুরু হচ্ছে আইএসএল। যেখানে এবার অ্যাওয়ে ম্যাচ খেলতে চেন্নাইন এফসির মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সেই ম্যাচের দিকেই এখন তাকিয়ে সকলে। বর্তমানে আইএসএলের দশ নম্বরে রয়েছে কলকাতার এই প্রধান। তবে এই ম্যাচ থেকে জয় ছিনিয়ে নিয়ে টুর্নামেন্টর ছন্দে ফেরাই এখন একমাত্র লক্ষ্য কুয়াদ্রাতের।
তবে চিন্তা বাড়াচ্ছে দলের ফুটবলারদের চোট। গত কয়েকমাস আগে অর্থাৎ আইএসএলে অভিযান শুরু করার আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন অজি ডিফেন্ডার জর্ডন এলসে। যা নিয়ে হতাশ থেকেছে সকলেই। তবে এবার চিন্তা বাড়াচ্ছেন স্প্যানিশ তারকা বোরহা হেরেরা।
আসলে, গত কয়েকদিন আগেই দলের সঙ্গে অনুশীলন করতে গিয়ে চোট পান দলের এই ভরসাযোগ্য ফুটবলার। বর্তমানে যা পরিস্থিতি তাতে আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এমন পরিস্থিতিতে ঠিক কাকে খেলানো হবে সেই নিয়েও দেখা দিয়েছিল ধোঁয়াশা। তবে যতদূর জানা যাচ্ছে, বোরহা হেরেরার পরিবর্তে শুরু থেকেই মাঠে থাকতে পারেন হিজাজি মাহের।