জাতীয় শিবিরে ডাক পেলেন হিজাজি মাহের

    গত মরসুমের মতো এবারও রক্ষণভাগ নিয়ে যথেষ্ট সমস্যায় ইমামি ইস্টবেঙ্গল। যার খেসারত দিতে হয়েছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে। পরাজিত হতে হয়েছে শিলং লাজং এফসির…

Hijazi Maher

short-samachar

   

গত মরসুমের মতো এবারও রক্ষণভাগ নিয়ে যথেষ্ট সমস্যায় ইমামি ইস্টবেঙ্গল। যার খেসারত দিতে হয়েছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে। পরাজিত হতে হয়েছে শিলং লাজং এফসির কাছে। যা কিছুতেই মেনে নিতে পারেননি লাল-হলুদ সমর্থকরা। বারংবার প্রশ্নের মুখে পড়েছে ডিফেন্ডারের ভূমিকা। এসবের মাঝেই এবার নিজের দেশে ফিরছেন অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হিজাজি মাহের (Hijazi Maher)।

জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। যারফলে আপাতত তাঁকে ছাড়াই আইএসএলের প্রস্তুতি পর্ব সারবে ইমামি ইস্টবেঙ্গল। এক্ষেত্রে রক্ষণভাগ নিয়ে একাধিক পরিকল্পনা থাকবে কোচ কার্লেস কুয়াদ্রাতের। কিন্তু সেখানেই এবার বাঁধা হয়ে দাঁড়াতে পারে এই দাপুটে ডিফেন্ডারের অনুপস্থিতি। সূচি অনুযায়ী আগামী ২৭ তারিখ ও ২৯ তারিখ উত্তর কোরিয়ার সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলবে জর্ডন।

আসন্ন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের আগে এই ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ তাঁদের কাছে। এই পরিস্থিতিতে নিজেদের পরখ করে নেওয়ার পরিকল্পনা রয়েছে জর্ডন কোচের। সেক্ষেত্রে হিজাজি মাহেরকে রেখেই নিজেদের প্রস্তুতি সারতে চাইছেন তিনি। যারফলে আগত ম্যাচে জাতীয় দলের জার্সি খেলতে দেখা যেতে পারে লাল-হলুদের এই স্তম্ভকে।

অপরদিকে, রক্ষণভাগের হাল ধরতে হেক্টর ইউস্তে এবং আনোয়ার আলির দিকেই বাড়তি নজর থাকবে সকলের। ডুরান্ডের হতাশা ভুলে এবার আইএসএলে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য ময়দানের এই প্রধানের।