কিংস কাপের আগে বিস্ফোরক ইগর স্টিমাচ, কী বললেন নিজের জন্মদিনে?

Coach Igor Stimac

এবছর আন্তর্জাতিক ক্ষেত্রে একের পর এক সাফল্য এসেছে ভারতীয় ফুটবল (Bharatiya football) দলের ক্ষেত্রে। প্রথমে ত্রিদেশীয় কাপ টুর্নামেন্ট থেকে শুরু করে পরবর্তী কুয়েত ও লেবাননের মতো শক্তিশালী প্রতিপক্ষ দলকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ ও বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্টে চূড়ান্ত সাফল্য এসেছে ভারতীয় দলের।

যা দেখে খুশি দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষ। তবে সেখানেই শেষ নয়। চলতি মাসেই এবার শুরু হতে চলেছে অন্যতম আন্তর্জাতিক কাপ টুর্নামেন্ট তথা কিংস কাপ। এখন সেদিকেই তাকিয়ে সকলে। তার আগেই আজ ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচের জন্মদিন। এই জন্মদিনেই এবার ভারতীয় ফুটবল নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন স্টিমাচ।

   

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি,” আমার জন্মদিনের অন্যতম সেরা উপহার হিসেবে আমি চাইব ভারতীয় দল যেন ইরাকের বিরুদ্ধে জয়লাভ করতে পারে। তবে খাতায় কলমে দেখলে দল খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। তাছাড়া দলের সকল ফুটবলারদের নিয়ে অনুশীলন চালানোর ক্ষেত্রে ও খুব একটা সময় আমরা পাইনি। অন্যদিকে, ইরাকের কথা বলতে গেলে ওরা বেশকিছুটা সময় দল নিয়ে অনুশীলন করেছে। সেইসাথে রয়েছে চোট আঘাতের সমস্যা। ছাংতের এখনো জ্বর কমেনি। সিনিয়র ডিফেন্ডার শুভাশিস বসুর ক্রাম্প রয়েছে। পাশাপাশি আকাশ মিশ্রার শরীর ও খুব একটা ভালো নেই। তবে আমি ছেলেদের বলেছি, যাতে ওরা সবরকম ভাবে লড়াই করার চেষ্টা চালিয়ে যায়।”

তার এমনতর মন্তব্যের জেরেই বিতর্ক দেখা দিয়েছে সর্বত্র। পূর্বে ও এই সংক্রান্ত বিষয়ে মন্তব্য করার জন্য শোকজ করা হয়েছিল স্টিমাচকে। সেই নিয়েও এদিন মুখ খোলেন ভারতীয় দলের হেড কোচ। তিনি বলেন, অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে যে এই সমস্ত বিষয় ম্যানেজমেন্টের অভ্যন্তরে বলাই শ্রেয় ছিল। তবে এক্ষেত্রে আমি মনে করি, তবে সেখানেও আমি এই সমস্ত বিষয় তুলে ধরেছি। ফেডারেশনের চাপ আমি জানি। তবে দলের কথা মাথায় রেখে তাদের মঙ্গলের জন্যই আমি মুখ খুলেছি।

পাশাপাশি দলের অধিনায়ক সুনীল ছেত্রীর প্রসঙ্গ টেনে বলেন, সুনীল ছেত্রীকে ছাড়া আমরা এমন টুর্নামেন্ট খুব একটা খেলতে আসিনি। এমন পরিস্থিতি খুব কমই এসেছে। তবে খেলোয়াড়ের পাশাপাশি সে এখন একজন পিতা ও বটে। আমি আশাকরি আগত এশিয়ান কাপে সে দলের জার্সিতে আবার মাঠে ফিরবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন