Mohun Bagan: প্রথম একাদশে আর সুযোগই পাচ্ছেন না বাগানের এই দামী ফুটবলার

    চলতি মরসুমের শুরুর দিকে অনেক টাকা খরচ করে একাধিক ফুটবলার সই করিয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। জেসন কামিন্স, আর্মান্দো সাদিকু, অনিরুধ থাপা-র মতো…

Anirudh Thapa Mohun Bagan

short-samachar

   

চলতি মরসুমের শুরুর দিকে অনেক টাকা খরচ করে একাধিক ফুটবলার সই করিয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। জেসন কামিন্স, আর্মান্দো সাদিকু, অনিরুধ থাপা-র মতো ফুটবলারদের দলে সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কারা। বোঝাই যাচ্ছিল টাকা বেশ ভালই খরচ হয়েছে। কিন্তু পারফরম্যান্স?

নামীদামী ফুটবলার সই করিয়ে কতটা লাভবান হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট? শেষ হতে চলেছে চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম পর্ব। এরপর শুরু হবে প্লে অফ পর্যায়ের ম্যাচ। তার আগে বাগানের স্কোয়াড নিয়ে রিভিউ করা যেতে পারে। বিগত কয়েকটি ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টে জায়গা পাচ্ছেন না মরসুমের শুরুতে আগত এক ফুটবলার।

মোহনবাগান ক্লাবের মাঠে তখন প্রবল উত্তেজনা। গ্যালারির কানায় কানায় দর্শক। বৃষ্টি অবিরাম। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছিল মরসুমের নতুন জার্সি। সবুজ, মেরুন ও সাদার কম্বিনেশনে ডিজাইন করা নতুন হোম জার্সি পরে নিজেদের মাঠে নেমেছিলেন কামিন্স, সাদিকু, থাপারা। এই ত্রয়ীর মধ্যে একজন প্রথম একাদশে আর সুযোগই পাচ্ছেন না।

অনিরুধ থাপা আপাতত প্রথম একাদশের বাইরে। শেষ সাত ম্যাচে স্টার্টিং লাইন আপে সুযোগ পাননি তিনি। বেঞ্চে থাকছেন। মাঠে নামছেন রিজার্ভ ফুটবলার হিসেবে। থাপার জায়গায় অভিষেক সুর্যবংশী, দীপক টাংরি কিংবা জনি কাউকোদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে। থাপাকে নামানো হচ্ছে পরিবর্ত ফুটবলার হিসেবে। হুয়ান ফেরান্দো কোচ থাকার সময় অনিরুধকে প্রথম একাদশে নিয়মিত দেখা যেত। অ্যান্টোনিও লোপেজ হাবাস দলের দায়িত্ব নেওয়ার পর মোহনবাগান সুপার জায়ান্টের স্ট্র্যাটেজি অনেকটাই বদলেছে।