Mohun Bagan: বাবার অসহায় আত্মসমর্পণ দেখলেন ছেলে

Kiyan Nassiri scored for atk Mohun Bagan and peerless won in cfl

খেলার মাঠ এরকই হয়। কখনও দূরের মানুষ হয়ে যায় পর, আবার কখনও কাছের মানুষ চলে যায় অনেক দূরে। আজকের ম্যাচে কিয়ান নাসিরি ছিলেন না, তবে খেলা দেখেছেন নিশ্চই। দেখলেন তার দল মাটি ধরাল তার বাবার প্রশিক্ষণ অধীন ছেলেদের।

কয়েকজন পরিচিত মুখ ছাড়া মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট স্কোয়াডে বেশিরভাগ ফুটবলার তরুণ। কাদা মাঠে কলকাতা ফুটবল লীগ সম্পর্কে তাদের অনেকের কোনো অভিজ্ঞতা ছিল না এর আগে। কিন্তু তাতে কি, ছেলে জানে যে করেই হোক গোল করতে হবে। সেই মন্ত্রে শুক্রবার ক্যালকাটা ফুটবল ক্লাবকে ৪ গোল দিল মোহন বাগান সুপার জায়ান্ট। জোড়া গোল করলেন সুহেল ভাট এবং এঙ্গসেন। বিরতিতে যাওয়ার আগে ২ গোল দিয়েছিল বাগান। একটি গোল শোধ করেছিল জামশেদ নাসিরির দল। ম্যাচের ৪০ মিনিটে দুর্দান্ত গোল করলেন সিএফসি’র অ্যালেক্স। দূরপাল্লার শটে বাগান গোলরক্ষককে বিস্মিত করে বল জড়িয়েছিলেন জালে।

   

বিরতির পর আরও দুটো গোল দেয় মোহন বাগান সুপার জায়ান্ট। সুহেল ভাট ইতিমধ্যে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন। অনেকেই বলতে শুরু করেছেন, কাশ্মীরের এই যুবই ভারতীয় ফুটবলারের ‘ নেক্সট বিগ থিং ‘। বড় কিছু হবেন কি না সেটা পরের কথা, কলকাতা ফুটবল লীগে কিন্তু অনেকগুলো গোল হয়ে গেল তার। এদিনের ম্যাচে বেশিরভাগ সময় বল ঘোরাফেরা করেছে মোহনবাগান ফুটবলারের পায়ে পায়ে।

তবে গোল খাওয়ার অভ্যাস কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না মোহন বাগান সুপার জায়ান্টের ইয়ং ব্রিগেড। গত ম্যাচে কালীঘাট স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছিল দল। লীগের অন্যান্য ম্যাচেও গোল হজম করছে বাগান। গোল যেমন প্রচুর দিচ্ছে, তেমন বেশ কিছু ম্যাচে অন্তত একটি করে হজম করেছে। এই দিকটি বাস্তব রায় নিশ্চই লক্ষ্য করেছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন