শালবাহিনী থেকে রাজস্থান ইউনাইটেডে যোগদান করলেন এই ডিফেন্ডার

শেষ কয়েক বছরের মতো গত আইলিগ ও একেবারেই ভালো যায়নি রাজস্থান ইউনাইটেডের। প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল রিয়াল কাশ্মীরের কাছে। সেই হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে…

Hemba Meitei Joins Rajasthan United from East Bengal in I-League Boost

শেষ কয়েক বছরের মতো গত আইলিগ ও একেবারেই ভালো যায়নি রাজস্থান ইউনাইটেডের। প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল রিয়াল কাশ্মীরের কাছে। সেই হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী নামধারী এফসির বিপক্ষে দল ঘুরে দাঁড়ালেও বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। আত্মবিশ্বাস তলানিতে ঠেকতে খুব একটা সময় লাগেনি। পরবর্তীতে ফের আটকে যেতে হয়েছিল একের পর এক দুইটি ম্যাচে। এক্ষেত্রে পয়েন্ট নষ্ট করতে হয়েছিল শ্রীনিধি ডেকানের পাশাপাশি শিলং লাজং এফসির মতো দলের কাছে। সময়ের সাথে সাথে নিজেদের পুরনো ছন্দে ফেরার পরিকল্পনা নিয়ে মাঝে ডেম্পো স্পোর্টস ক্লাবকে আটকালে ও সেটা ধারাবাহিক ছিল না।

তবে টুর্নামেন্টের মাঝামাঝি সময় শক্তিশালী রিয়াল কাশ্মীর দলকে আটকে দেশের এই দ্বিতীয় ডিভিশন লিগের প্রথম তিনে উঠে আসার লড়াইয়ে নিজেদের পথ প্রশস্ত করার ভাবনা থাকলেও সেই আশা কার্যত নিরাশায় পরিনত করে দিয়েছিল চার্চিল ব্রাদার্স। তারপর গোকুলাম ম্যাচ। সেখানে ও পিছু নেয় সেই হতশ্রী পারফরম্যান্স। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের অন্যান্য দলগুলি তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছিল রাজস্থানের এই ফুটবল দল। শেষ পর্যন্ত ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে শেষ করেছিল দ্বিতীয় ডিভিশন লিগের এই ফুটবল ক্লাব।

   

একের পর এক শক্তিশালী ফুটবলারদের দলে নিয়ে ও এমন পারফরম্যান্স যেন কিছুতেই মেনে নিতে পারেনি কর্তৃপক্ষ। তবে দলের এমন হতাশাজনক পারফরম্যান্স ভুলে এই নতুন সিজনে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য সকলের কাছে। সেইমত বহু আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল রাজস্থান ইউনাইটেড। এক্ষেত্রে মূলত দলের তরুণ ফুটবলারদের দিকেই বাড়তি নজর ছিল সকলের। গত কয়েক মাসে সেই অনুযায়ী একাধিক ফুটবলারদের সই করিয়েছে ম্যানেজমেন্ট। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে হেম্বা মেইটির (Hemba Meitei) নাম।

Advertisements

পূর্বে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন বছর কুড়ির এই মনিপুরী ডিফেন্ডার। যুবদলের হয়ে নিজেকে প্রস্তুত করেছিলেন তিনি। কিন্তু এবার প্রায় তিন বছরের চুক্তিতে আই লীগের এই ফুটবল ক্লাবের যোগদান করলেন হেম্বা।