অপেক্ষার অবসান। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকে ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) । সেই অনুযায়ী আসন্ন একটি মরসুমের জন্য লাল-হলুদ জার্সিতে খেলবেন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। তাঁর উপস্থিতিতে আরো শক্তিশালী হয়ে উঠবে দলের রক্ষণভাগ।
উল্লেখ্য, গত ফুটবল সিজনে পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল হেক্টরকে। তাঁর ভেল্কি মন জয় করেছিল সকলের। এমনকি সবুজ-মেরুন ব্রিগেডকে আইএসএলের শিল্ড জয় করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ডিফেন্ডারের। কিন্তু মরসুম শেষে তাঁকে রিলিজ করে দেয় বাগান ব্রিগেড।
পরবর্তীতে হেক্টর ইউস্তের সঙ্গে কথাবার্তা এগোতে শুরু করে ইস্টবেঙ্গল। সেখান থেকেই এবার চমক। যালফলে, প্রভাত লাকরা, লালচুংনুঙ্গা ও হিজাজি মাহেরের মতো দাপুটে ফুটবলারদের পাশাপাশি আরও এক দক্ষ ডিফেন্ডারকে দলে সামিল করল লাল-হলুদ কর্তারা।
𝐀𝐧𝐝 𝐈 𝐚𝐦…𝐈𝐫𝐨𝐧 𝐘𝐮𝐬𝐭𝐞! 🫰#AmagoFans, join us in welcoming Hector da on this special day! ❤️💛#JoyEastBengal #Yuste2025 pic.twitter.com/H0loIlip5n
— East Bengal FC (@eastbengal_fc) August 1, 2024
শেষ মরসুমের মতো এবার ও নিজের সেরাটা দিতে চাইবেন এই ফুটবলার। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই শহরে পা রাখবেন হেক্টর ইউস্তে। এখন তাঁর আসার অপেক্ষায় লাল-হলুদ জনতা।