সমস্ত রকম জল্পনা’র অবসান, অবশেষে মোহনবাগানের (Mohun Bagan) সভাপতি’র পদে নির্বাচিত হলেন টুটু বসু (Tutu Basu)। বুধবার আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করে জানিয়ে দেন দেবাশিস দত্ত।সভাপতি নির্বাচিত হয়ে বসু জানিয়েছেন ক্লাব’কে নয়া উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর তারা।
টুটু বোসের এদিন লেখা বিবৃতি অনুযায়ী, নবনির্বাচিত কমিটি তার হাতে যে দায়িত্ব তুলে দিয়েছেন তা গ্রহণ করে তিনি আপ্লুত।দীর্ঘ দুই দশক আগে দেবাশিস’কে ক্লাবে এনেছিলেন তিনি।আইলিগ জেতা,লিগে প্রত্যাবর্তন,ক্লাবের ইতিহাসে প্রথম বিদেশি ফুটবলার আনা,এমন অনেক গুরুত্বপূর্ণ সময় সে ক্লাবের পাশে থেকেছে।
ক্লাবের অন্যান্য সদস্যদের সাথে ক্লাব’কছ অন্য উচ্চতায় পৌঁছে দিতে দারুণ আশাবাদী তিনি।যাতে আরও অনেক কীর্তি অর্জন করতে পারে ক্লাব।এখন তার অনেক বয়স হয়েছে,রোগের বিরুদ্ধে জারি থাকে লড়াই,তবুও সমর্থক’দের কাছে নিজেকে তরুণ বলে দাবি করে ক্লাবের সেবা করার বিষয়ে দায়বদ্ধ তিনি, এমনটাই জানিয়েছেন টুটু তার বক্তব্যে।