ভুল ইনজেকশনে অচল দু’পা, লেখাপড়ায় পিএইচডি, প্যারিসে জিতলেন সোনা

প্যারিস অলিম্পিক্সে(Paralympics 2024) আশা জাগিয়েও ব্যর্থ হয়েছিলেন ভারতের তিরন্দাজরা। তবে প্যারালিম্পিক্স তিরন্দাজিতে দেশের হয়ে পদক জিতলেন হরবিন্দর সিংয়ের (Harvinder Singh)। বুধবার হরিয়ানার তিরন্দাজ পুরুষদের ব্যক্তিগত…

Harvindar singh

প্যারিস অলিম্পিক্সে(Paralympics 2024) আশা জাগিয়েও ব্যর্থ হয়েছিলেন ভারতের তিরন্দাজরা। তবে প্যারালিম্পিক্স তিরন্দাজিতে দেশের হয়ে পদক জিতলেন হরবিন্দর সিংয়ের (Harvinder Singh)। বুধবার হরিয়ানার তিরন্দাজ পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ডব্লিউ২ বিভাগে পোল্যান্ডের লুকাজ় সিজ়েককে ফাইনালে হারিয়ে সোনা জিতলেন। জন্ম থেকেই পায়ে সমস্যা ছিল পিএইচডি ডিগ্রীপ্রাপ্ত হরবিন্দরের, তবে এদিন তবে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি তিনি। টানা তিন সেট জিতে তিনি গলায় ঝুলিয়ে নিলেন সোনার পদক। প্যারালিম্পিক্সে হরবিন্দরের সাফল্যের পর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন হরবিন্দর। তবে এদিন হরিয়ানার এই তীরন্দাজের সুবাদে মোট চারটি সোনা জিতলো ভারত। এ দিন ফাইনালে ছয় সেটের ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখেন ভারতের তীরন্দাজ। প্রথম থেকেই এগিয়ে ছিলেন তিনি। হরবিন্দর টানা তিন সেট ২৮-২৪, ২৮-৩৭, ২৯-২৫ জিতে লুকাজ়কে হারান। তাঁর পদকের সুবাদে প্যারালিম্পিক্সে তিরন্দাজিতে প্রথম সোনা জেতার নজির তৈরি করল ভারত।

   

হরিয়ানার কৃষক পরিবারে জন্ম নেওয়া হরবিন্দর ছোটবেলায় স্বপ্ন দেখতেন বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দেবেন। তবে মাত্র দেড় বছর বয়সে ডেঙ্গুর কবলে পড়ে দুটি পা চিরকালের মত কমজোর হয়ে পড়ে তাঁর। তবে পা কমজোর হলেও মনের জোর কমেনি তাঁর। আর এই অদম্য মনের জোরেই অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন হরিয়ানার কৃষক পরিবারের সন্তান হরবিন্দর সিং (Harvinder Singh)।

তাঁর সোনা জয়ের পর সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেনে স্বর্ণপদক জেতার জন্য হরবিন্দর সিংকে অভিনন্দন ! তাঁর নির্ভুলতা, ফোকাস এবং অটুট আত্মবিশ্বাস অসামান্য । তাঁর কৃতিত্বে ভারত গর্বিত”। এছাড়াও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য লিখেছেন, ‘‘হরবিন্দর সিং প্যারিস প্যারালিম্পিক্সে প্যারা আর্চারি রিকার্ভ ওপেনে সোনা জিতেছেন ! এটাই প্যারা আর্চারিতে ভারতের প্রথম সোনা ৷ ইতিহাস গড়েছেন হরবিন্দর৷ দেশে প্যারা-অলিম্পিক্সের খেলাগুলির প্রতি নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ৷”

প্রসঙ্গত, এখনও পর্যন্ত এটাই ভারতের সফলতম প্যারালিম্পিক্স (Paralympics 2024) ৷ ইতিমধ্যেই ভারত মোট ২২টি পদক জিতেছে, তার মধ্যে ৪টি সোনা, ৮টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ আছে।