IPL 2024: জিতেও শাস্তির মুখে পড়তে হলো এই নাইট তারকাকে, কাটা গেল ম্যাচ ফী

kkr

শনিবার সন্ধেতে ইডেন গার্ডেনসে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং সাইরাইজারস হাইদ্রাবাদ। তিলোত্তমা এই বছরে প্রথম আইপিএল ম্যাচ পেলো। আর সেই ম্যাচ গোটা আইপিলের উত্তাপ আরও বাড়িয়ে গেল। টানটান ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল নাইট শিবির, রাসেলকে আবার চেনা ছন্দে পেয়ে উচ্ছ্বসিত কলকাতা প্রেমী ভক্তগণ। শনিবার ইডেনে এসেছিলেন কিং খান, তিনি গোটা ম্যাচ দেখেন এবং এই জয়ের আনন্দ দলের সঙ্গে ভাগ করে নেন। কিন্তু সব ঠিক থাকলেও তার কাটল শেষ ওভারে। কলকাতা নাইট রাইডার্সের বোলার হর্ষিত রানাকে তাঁর ম্যাচ ফি-র মোট ৬০% জরিমানা করা হয়েছে।

কিন্তু কেন এই জরিমানা ? কারণ হিসেবে জানা গিয়েছে, শেষ ওভারে বল করার সময় বিপক্ষ দলের প্লেয়ারকে অশালীন অঙ্গভঙ্গি এবং কটূক্তির অভিযোগে তাঁর এই শাস্তি হয়েছে।

   

প্রসঙ্গত তখন ক্রিজে ময়ঙ্ককে আগরওয়াল ব্যাট করছিলেন, তাঁকে ফেরানোর পর হর্ষিত রানা তাঁর উদ্দেশ্যে ফ্লাইং কিস দেন। এই ফ্লাইং কিস দিয়ে তিনি ড্রেসিংরুমের দিকে যাওয়ার নির্দেশ দেন। ময়ঙ্ক আগরওয়াল কথা না বাড়িয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন। এরপর হেনরি ক্লাসেনকে ফেরানোর পর তিনি তাঁকে আঙুল দিয়ে ড্রেসিংরুমের দিকে যাওয়ার নির্দেশ দেন। এই সময় অবশ্য শ্রেয়স আইয়ার এসে পরিস্থিতি সামাল দেন ও হেনরি ক্লাসেনকে ড্রেসিংরুমের দিকে পাঠান।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে তাঁর এই আগ্রাসন মোটেই বোর্ড ভালভাবে নেয়নি। তাঁরা জানিয়েছেন, ” তিনি ২.৫ নম্বর ধারায় লেভেন ১ স্তরের ভুল করেছেন। একই ম্যাচে দু’বার ভুল করার জন্য তাঁকে প্রথমবার ১০ ও দ্বিতীয়বার ৫০% জরিমানা করা হল।”

তবুও গতকালের এই ম্যাচ সবকিছুর ছাপিয়ে গিয়েছে। শতশত নাইট ভক্ত সপ্তাহ শেষে এমন ম্যাচের উত্তেজনা পেয়ে আনন্দিত

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন