আর মাত্র দুই দিনের অপেক্ষা। তারপরেই আলোর উৎসবের মরশুমে ওয়ানখেড়েতে মানরক্ষার ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজের দুটিতে জিতে ইতিমধ্যেই এই সিরিজ জিতে নিয়েছে টম ল্যাথাম এন্ড কোম্পানি। তাই আগামী ১লা নভেম্বর থেকে শুরু হতে চলা এই ম্যাচ জিতে রোহিত শর্মার দলকে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই একপ্রকার বদ্ধপরিকর নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। অন্যদিকে অস্ট্রেলীয় সফরে যাওয়ার আগে এই ম্যাচ যে কোন মূল্যে জিততে চান রোহিত-বিরাট-বুমরাহরা। তাই জেতার লক্ষ্যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেস্ট অভিষেকের সুযোগ পেতে পারেন হর্ষিত রানা (Harshit Rana IND vs NZ)। যিনি একপ্রকার ভারতের কোচ গম্ভীরের ‘বরপুত্র’ হিসাবেই প্রসিদ্ধ।
গতকালই ম্যাচ জেতার জন্য উইকেটে ‘পরিবর্তনের’ ওপর জোর দেন গম্ভীর। ওয়াংখেড়ে তে নাকি ফ্ল্যাট উইকেটের বদলে কিছুটা ‘স্পোর্টিং পিচ’ প্রস্তুত করা হচ্ছে যেখানে ব্যাটারদের পাশাপাশি বোলাররাও যথেষ্ট সুবিধা পাবেন। বোলারদের মধ্যে স্পিনারদের পাশপাশি ফাস্ট বোলারদের জন্যেও সুবিধা রাখা হয়েছে। তাই ম্যাচের গতিপথ বদলাতে তরুণ পেসার হর্ষিত রানাকে প্রথমবারের মতো ভারতীয় টেস্ট দলে সুযোগ দেওয়া হতে পারে।
#WATCH | Bowler Harshit Rana got a call from Team management for the third test against New Zealand
(ANI) pic.twitter.com/4ILZnCKjnA— ASHER. (@ASHUTOSHAB10731) October 29, 2024
মুম্বইয়ের প্রথম দিনের উইকেটে ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারবেন। এছাড়াও দ্বিতীয় দিনেও খুব সহজেই ব্যাটিং করতে পারবেন দুই দুলের ব্যাটসম্যানরা। তবে দ্বিতীয় দিনের মধ্যভাগ থেকেই নাকি সুযোগ থাকছে বোলারদের জন্য। সেকারণেই ভারতীয় পেস বিভাগের নতুন শক্তি যোগাতে হর্ষিত রানাকে অভিষেক করানোর পরিকল্পনা রয়েছে গম্ভীরের। সেক্ষত্রে হয় একজন বিশেষজ্ঞ ব্যাটারকে নয়তো এক অলরাউন্ডারকে বসতে হতে পারে।
নিলামের আগেই ফাঁস গুজরাটের রিটেনশন লিস্ট! রয়েছে পাঁচ চমকপ্রদ নামও
হর্ষিত রানা ইতিমধ্যে ঘরোয়া ক্রিকেটে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাঁর ১০ ম্যাচে ৪৩ উইকেট, লিস্ট এ ক্রিকেটে ২২ উইকেট এবং টি-২০ তে ২৮ উইকেটের রেকর্ড তাঁর সামর্থ্য প্রমাণ করে। এছাড়াও চলতি রঞ্জি ট্রফি এবং বাংলাদেশ সিরিজের আগে দলীপ ট্রফিতে ভালো ছন্দে ছিলেন দিল্লির এই পেসার।
নিলামের আগেই ফাঁস গুজরাটের রিটেনশন লিস্ট! রয়েছে পাঁচ চমকপ্রদ নামও
টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর হর্ষিত রানার উপর কড়া নজর রাখছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন রানা। যেখানে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল গম্ভীরের কোচিংয়ে। কেকেআর-এ একসঙ্গে কাজ করেছেন রানা ও গম্ভীর। ঘরোয়া ম্যাচে দুর্দান্ত রেকর্ড রয়েছে হর্ষিত রানার (Harshit Rana IND vs NZ)। তাই এই মুহূর্তে বর্ডার-গাভাসকার ট্রফির আগেই তিনি লাল বলের ক্রিকেটে বাইশ গজের মঞ্চ কাঁপাতে প্রস্তুত।