ভারতীয় হকি অধিনায়ক হরমনপ্রীত সিং (Harmanpreet Singh) টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের জয়ে গর্বিত। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এবার তাঁর দল দেশবাসীকে প্যারিস অলিম্পিকে একইভাবে গর্বিত করবে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে। দেশে ফেরার পর চ্যাম্পিয়ন দলকে অভূতপূর্ব সংবর্ধনা দেওয়া হয়।
Rohit Sharma Mother: ‘আমি সবচেয়ে সুখী মা’, আবেগ ধরে রাখতে পারলেন না রোহিত-জননী
এ মাসের শেষের দিকে প্যারিস অলিম্পিকের প্রস্তুতি শিবিরে থাকা ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত এক সাক্ষাৎকারে বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে বড় টুর্নামেন্টে গিয়ে ভালো করা এবং বিশ্বকাপ জেতার চেয়ে বড় কিছু হতে পারে না। গোটা দেশ এক সঙ্গে আনন্দ করছে। এর থেকে বড় গর্বের আর কী হতে পারে?’
অধিনায়ক হিসেবে প্রথম হলেও কেরিয়ারের তৃতীয় অলিম্পিক খেলতে চলা ২৮ বছর বয়সী ড্র্যাগ-ফ্লিকার বলেছেন, ‘আমরাও অলিম্পিকে পদক জয়ের চেষ্টা করবো এবং স্বর্ণপদক জিতে দেশবাসীকে আবারও আনন্দ দেওয়ার চেষ্টা করবো। আমার জন্য এর চেয়ে বড় গৌরব আর কিছু হবে না।’
Suryakumar Yadav: ‘ক্যা বাত’, আবারও মন জয় করার মতো কাজ করলেন সূর্যকুমার
তিনি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করে বলেছেন, ‘গত বছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের পর রোহিত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন, যা অনেক বড় ব্যাপার। রোহিত অনেক উত্থান-পতন দেখেছে। গোটা দেশ এবং আমরাও তাঁর জন্য গর্বিত।’
৪১ বছর পর টোকিও অলিম্পিকে পদক জয়ী দলের সদস্য হরমনপ্রীতের কথায়, ‘৪১ বছর পর যখন আমরা টোকিওতে পদক জিতেছিলাম, তখন এটা হকির জন্য টনিকের মতো ছিল। এবার আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। সবাই জানেন ওই পদক জয়ের পর আমরা কতটা ভালোবাসা ও সম্মান পেয়েছিলাম।’