বিশেষ সমাবর্তনে বিশ্বজয়ী হরমনপ্রীতকে সাম্মানিক ডি লিট যাদবপুরের

Harmanpreet Kaur D Litt

ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায়ের স্বীকৃতি। দেশের ক্রিকেটকে আন্তর্জাতিক দুনিয়ায় নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে সম্মানসূচক ডি লিট (Doctor of Letters) প্রদান করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আগামী ২৪ ডিসেম্বর বিশেষ সমাবর্তনে হরমনপ্রীতের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্ত

নয়া উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের দায়িত্ব গ্রহণের পর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম বৈঠকেই সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। ডিনদের নিয়ে গঠিত চার সদস্যের সুপারিশ কমিটির প্রস্তাবের ভিত্তিতেই হরমনপ্রীতের নাম চূড়ান্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাজ্যের গভর্নর সি.ভি. আনন্দ বোসের সঙ্গেও উপাচার্য সাক্ষাৎ করে প্রস্তাবটি আনুষ্ঠানিক অনুমোদন করিয়ে নিয়েছেন।

   

উপাচার্য বলেন, “হরমনপ্রীত কৌর নতুন যুগের ভারতীয় মহিলা ক্রিকেটারদের প্রতীক। তাঁর সাফল্য ও সংগ্রাম কেবল ক্রীড়াঙ্গনেই নয়, সমগ্র ভারতীয় সমাজে নারীদের উত্থানের এক অনন্য বার্তা বহন করে।” বিশ্ববিদ্যালয়ের তরফে শীঘ্রই তাঁর দফতরের সঙ্গে যোগাযোগ করে সমাবর্তনে উপস্থিতি নিশ্চিত করা হবে।

বিশেষ সমাবর্তনের প্রত্যাবর্তন Harmanpreet Kaur D Litt

২০১৯ সালে তৎকালীন আচার্য জগদীপ ধনখড়ের সঙ্গে প্রশাসনিক বিরোধ এবং CAA–NRC আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনার পর বিশেষ সমাবর্তন আয়োজন বন্ধ হয়ে যায়। এরপর প্রতি বছর শুধুই বার্ষিক সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও বিশেষ সমাবর্তন আয়োজন করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

এই বিশেষ সমাবর্তনে আমন্ত্রণ জানানো হবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস. সোমনাথ এবং আইআইটি খড়গপুরের বর্তমান পরিচালক ও যাদবপুরের প্রাক্তনী সুমন চক্রবর্তীকে।

নারী ক্রীড়ার ইতিহাসে মাইলফলক

ভারতের প্রথম মহিলা বিশ্বকাপজয়ের নেপথ্যের নায়িকা হিসেবে হরমনপ্রীত কৌরকে সম্মান জানাতে চাওয়ার সিদ্ধান্তকে “ঐতিহাসিক” বলেই মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহল। তাঁদের মতে, ভারতীয় ক্রিকেটে নারীদের উত্থান— সংগ্রাম থেকে সাফল্যে উত্তরণ—এর প্রতীকী সম্মান হিসেবেই বিবেচিত হবে এই ডি লিট। সমাজে ক্রীড়া–ক্ষেত্রে নারীদের দীর্ঘদিনের বাধা ভেঙে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবেও এই সম্মান গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

২৪ ডিসেম্বরের বিশেষ সমাবর্তন তাই শুধুই অনুষ্ঠানের দিন নয়, ভারতের নারী ক্রীড়ার স্বপ্নকে আনুষ্ঠানিক মর্যাদা দেওয়ার মুহূর্তও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই ঐতিহাসিক মঞ্চে কেন্দ্রবিন্দুতে থাকবেন হরমনপ্রীত কৌর, এক প্রজন্মকে পথ দেখানো এক আইকনিক ক্রীড়ানায়িকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন