আইসিসি ক্রম তালিকায় আরও নামলেন হার্দিক

ইংল্যান্ডের (England) অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone) যে টি-টোয়েন্টি ক্রম তালিকায় এক ধাক্কায় অনেকটা এগিয়েছেন। টি২০ আন্তর্জাতিক ক্রিকেট ফরম্যাটে অলরাউন্ডারদের নতুন ক্রম তালিকা (ICC Player…

ICC T20I Rankings

ইংল্যান্ডের (England) অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone) যে টি-টোয়েন্টি ক্রম তালিকায় এক ধাক্কায় অনেকটা এগিয়েছেন। টি২০ আন্তর্জাতিক ক্রিকেট ফরম্যাটে অলরাউন্ডারদের নতুন ক্রম তালিকা (ICC Player Rankings) প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করার পর সব খেলোয়াড়কে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের প্রথম স্থান অর্জন করেছেন লিভিংস্টোন। অন্য দিকে ক্রম তালিকায় আরও অবনতি হয়েছে ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)।

Ricky Ponting: পঞ্জাব কিংসের কোচের পদে পন্টিং

   

এর আগে আইসিসি অলরাউন্ডার ক্রম তালিকার সাত নম্বরে ছিলেন লিভিংস্টোন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন তিনি। লিভিংস্টোন ব্যাট ও বল হাতে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। এবার আইসিসি র ্যাঙ্কিংয়ে প্রথম স্থান দখল করে নিয়েছেন তিনি। ২৫৩ রেটিং নিয়ে এক নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। ভারতের হার্দিক পান্ডিয়া আগে এক নম্বরে ছিলেন।

সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না। যে কারণে তাঁকে সাত নম্বরে নেমে যেতে হয়েছে। আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার ক্রম তালিকায় ২১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। ২০৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও ২০৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই ২টি পরিবর্তন করতে পারে কেরালা ব্লাস্টার্স

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ৩৭ রান করার পাশাপাশি ৩ উইকেট নিয়েছিলেন লিভিংস্টোন। দ্বিতীয় ম্যাচে ৮৭ রানের পাশাপাশি নিজের নামের পাশে ২ উইকেট তুলে নিয়েছিলেন।