Hardik Pandya : ফের বিতর্কে জড়িয়ে পড়লেন হার্দিক

Hardik Pandya's Injury Persists

ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ফের জড়িয়ে পড়লেন বিতর্কে। প্রতিনিয়ত কোনো না কোনো বিতর্কে জড়িয়ে পড়ছেন তিনি। এবার আইপিএল ২০২৪ (IPL 2024)-এর আগে নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন হার্দিক পান্ডিয়া। এখন তাঁর বিরুদ্ধে বিসিসিআইয়ের (BCCI) নিয়ম ভাঙার অভিযোগ উঠছে।

Advertisements

আসলে হার্দিক গত ৫ মাস ধরে ক্রিকেট খেলেননি। ওয়ানডে বিশ্বকাপের মাঝপথে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। তারপর থেকেই হার্দিক মাঠের বাইরে রয়েছেন। আইপিএল ২০২৪ আসন্ন, তিনি নিজেকে ফিট দেখাতে শুরু করেছেন। এদিকে আইপিএলের আগে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) একটি বিশেষ টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন হার্দিক। রিলায়েন্সের দলের সঙ্গে খেলতে গিয়ে হার্দিক যখন ব্যাট করতে নামেন, তখন তাঁর বিরুদ্ধে বিসিসিআইয়ের নিয়ম ভাঙার অভিযোগ ওঠে।

   

হার্দিক পান্ডিয়া যখন ডিওয়াই পাতিল টুর্নামেন্টে ব্যাট করতে নামেন, তখন তাঁর হেলমেটে বিসিসিআইয়ের লোগো ছিল এবং নীচে তেরঙ্গা ছিল। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, ঘরোয়া কোনও টুর্নামেন্টে বিসিসিআইয়ের লোগো ব্যবহার করতে পারবেন না কোনও ক্রিকেটার। এই লোগোটি তখনই ব্যবহার করা হয় যখন খেলোয়াড় বিসিসিআই দ্বারা নির্বাচিত দলে খেলার সুযোগ পান। হার্দিক এই নিয়ম ভেঙেছেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না, সেটাই দেখার বিষয়।

Advertisements

এর আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হঠাৎ চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এরপর আইপিএলের আগে ফিরে এসেছিলেন মাঠে। তখন গুজরাট টাইটান্সের হয়ে অধিনায়ক হিসেবে আইপিএল খেলেছিলেন। এবারও একই ঘটনা ঘটল। ওয়ানডে বিশ্বকাপের মাঝপথ থেকেই মাঠের বাইরে ছিলেন হার্দিক। দেশের হয়ে টি-টোয়েন্টি সিরিজ ও ওয়ানডে সিরিজ খেলেননি হার্দিক পান্ডিয়া। কিন্তু আইপিএল ২০২৪ শুরু হওয়ার ঠিক আগে তিনি ফিট। ২২ মার্চ থেকে শুরু হতে চলা টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিতে দেখা যাবে তাঁকে।