কয়েক বছর আগে মুম্বাই সিটি এফসির হয়ে আইএসএলের শিল্ড জিতেছিলেন হার্দিক ভাট (Hardik Bhatt)। তার পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছিল অতি সহজেই। কিন্তু পরবর্তীতে লোন চুক্তির মেয়াদ শেষ হতেই হার্দিককে ফিরিয়ে নিয়েছিল রাজস্থান। গত মরসুমে সেই দলের হয়েই খেলেছিলেন একাধিক ম্যাচ। কিন্তু তাঁর পারফরম্যান্সের কথা মাথায় রেখে এই নয়া সিজনের শুরুতেই তাঁকে ফের দলে টেনেছিল দেশের বানিজ্য নগরীর এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের। কিন্তু চলতি আইএসএলে এখনও পর্যন্ত খুব একটা সুযোগ পাননি এই তরুণ ফুটবলার। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিলেন এই ভারতীয় ডিফেন্ডার।
অবশেষে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল মুম্বাই ম্যানেজমেন্ট। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, এবারের এই বাকি মরসুমের জন্য মুম্বাই সিটি এফসি ছেড়ে আইলিগের এক ফুটবল ক্লাবে যোগদান করতে চলেছেন হার্দিক। তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে বর্তমানে অনেকটাই এগিয়ে শ্রীনিধি ডেকান এফসি। সেইমতো কথাবার্তাও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। সব ঠিকঠাক এগোলে খুব শীঘ্রই হায়দরাবাদের এই ফুটবল ক্লাবে যোগদান করতে পারেন হার্দিক ভাট। যা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলতে পারে দলের রক্ষণভাগকে।
মূলত রাইট ব্যাক হিসেবে অধিক পরিচিত হলেও প্রয়োজনে রাইট উইং থেকে ও সক্রিয় হয়ে উঠতে পারেন এই ফুটবলার। এই মরসুমে দলের রক্ষণভাগের শক্তি বাড়াতে তাঁর উপরেই ভরসা রাখতে চলেছে শ্রীনিধি ডেকান ম্যানেজমেন্ট। গত সিজনে চূড়ান্ত সাফল্য না আসায় যথেষ্ট হতাশা ছিল সকলের মধ্যে। সেই অতীত ভুলে এবার শুরু থেকেই দুরন্ত ছন্দ বজায় রাখার চেষ্টা থাকলেও সেটা সম্ভব হয়নি। ধাক্কা খেতে হয়েছে একের পর এক ম্যাচে। যারফলে বর্তমানে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আইলিগের পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে শ্রীনিধি ডেকান এফসি। সেখান থেকে আদৌ কতটা সাফল্য পেতে পারে এই ফুটবল ক্লাব এখন সেটাই দেখার বিষয়।
এই সিজনের প্রথম থেকেই হার্দিকের উপর নজর ছিল শ্রীনিধি ডেকানের। কিন্তু শেষ মুহূর্তে তাঁকে দলে টেনে চমক দিয়েছিল আইএসএল জয়ী মুম্বাই সিটি এফসি। যা কিছুটা হলেও আশাহত করেছিল সকলকে। তবে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে লোন ডিলে তাঁকে সই করাতে যথেষ্ট আগ্ৰহী এই ফুটবল দল। যদিও তাঁকে অন্য দলে পাঠানোর ক্ষেত্রে সিটি ম্যানেজমেন্টের খুব একটা আগ্রহ না থাকলেও বিরাট অঙ্কের লোন প্রস্তাব আশায় সেই নিয়ে আর খুব একটা নিষ্ক্রিয় থাকতে পারেনি মুম্বাই শিবির।