Lionel Messi burger: মেসিকে খাবেন নাকি?

Lionel Messi burger

মাঠ থেকে সোজা খাবার প্লেটে উঠে এলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।(Lionel Messi) ফুটবল মাঠেই যাকে দেখে চোখের পলক ফেলতে পারে না তাঁর ভক্তরা, এবার তাকেই নাকি খেয়ে ফেলার কথা ভাবতে হবে ভক্তদের !! এমনই এক অদ্ভুত কান্ড ঘটল বিখ্যাত চেইন রেস্টুরেন্ট হার্ড রক ক্যাফেতে।

হার্ড রক ক্যাফে তাদের মেন্যুতে নতুন সংযোজন হিসেবে এনেছে বিশ্ব ফুটবলের সুপারস্টার লিওনেল মেসির নামের এই বিশেষ বার্গার। হার্ড রক ক্যাফের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত বছর এই চেইন রেস্টুরেন্টের শুভেচ্ছাদূত হয়েছিলেন মেসি।

   

Lionel Messi burger

ইতিমধ্যেই বড় বড় নামি ব্র্যান্ড-এর সঙ্গে গাঁটছড়া বেধেছেন মেসি। নতুন করে হার্ড রক ক্যাফের সঙ্গে আরও ৫ বছরের চুক্তি করার কথা রয়েছে তাঁর । সেই চুক্তির অংশ হিসেবেই এখন থেকে হার্ড রক ক্যাফের মেন্যুতে দেখা যাবে মেসি বার্গার। পাশাপাশি এই বার্গার বাজারে ঘোষণা দিয়ে একটি সংক্ষিপ্ত বিজ্ঞাপনও করেছেন মেসি। ইউ কে-র গ্রাহকরা হার্ড রক ক্যাফে থেকে মেসি বার্গার থেকে পারবেন মাত্র ১০ পাউন্ড খরচ করে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮০০ টাকার সমান।

তবে কী এমন আছে এই স্পেশাল বার্গারের মধ্যে ? এর বিশেষত্ব হল ব্রইশ বানের মাঝে এটিতে দুইটি বড় সাইজের বিফ প্যাটিস থাকবে। পাশাপাশি বেশ কিছু টপিংস, হার্ড রক ক্যাফের স্কোমি বার্গার সস, প্রোভোলন লস, ক্যারাম্যালাইজড রেড অনিয়ন এবং স্লাইসড চোরিজোও থাকবে। দশ পাউন্ডের সঙ্গে আরও বাড়তি কিছু অর্থ যোগ করলে এতে একটি ভাজা ডিমও দেওয়া হবে। তরুণ প্রজন্মের মধ্যে এই বার্গারের বিশেষ চাহিদা আছে বলে জানা গেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন