‘জওয়ানদের রক্তের দামে…’ ভারত-পাক ম্যাচ নিয়ে সরব বিশ্বকাপজয়ী তারকা

Harbhajan Singh opposes India vs Pakistan in Asia Cup 2025 after soldiers killed in Pahalgam attcak

১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে (Asia Cup 2025 ) মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। ইতিমধ্যে বহুল প্রতীক্ষিত ম্যাচকে কেন্দ্র করে শুরু হয়েছে একাধিক বিতর্ক। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলায় ভারতীয় সেনাদের মৃত্যুর ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, এই পরিস্থিতিতে কি আদৌ খেলা উচিত পাকিস্তানের সঙ্গে? এবার সেই বিরোধিতার সুরেই গলা মেলালেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh)।

জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাখ্যাৎকরে তিনি জানিয়েছেন, “আমাদের দেশের জওয়ানরা দিনের পর দিন সীমান্তে দাঁড়িয়ে থাকেন। তাঁরা তাঁদের পরিবার থেকে দূরে থাকেন, অনেকেই ঘরে ফেরেন না। এই প্রেক্ষিতে একটা ক্রিকেট ম্যাচ না খেলা খুব একটা বড় ত্যাগ নয়।” তিনি সঙ্গে যোগ করেন, “আমাদের বোর্ডের, খেলোয়াড়দের বোঝা উচিত কোনটা জরুরি আর কোনটা নয়। দেশের স্বার্থের আগে কিছুই নয়। দেশের জন্য লড়াই করছেন যারা, তাঁদের সম্মান জানানো আমাদের কর্তব্য।”

   

হরভজনের মন্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে কেন্দ্রের নীতির প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই জানিয়েছিলেন, পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র সন্ত্রাস দমন এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনার জায়গা রয়েছে, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক নয়। সেই প্রসঙ্গ টেনে হরভজন বলেন, “রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। এই নীতিই সরকারের। তাহলে ক্রিকেট খেলা কীভাবে হতে পারে? যত দিন না সীমান্তের সমস্যা মেটে, তত দিন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে পারে না।”

এই প্রথমবার নয়, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ বাতিলের পক্ষে হরভজন সিংয়ের অবস্থান। কিছু দিন আগেই ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ টুর্নামেন্টে ভারত-পাক ম্যাচ বাতিল হয়, কারণ ভারতীয় দল খেলতেই চায়নি। শিখর ধাওয়ান, হরভজন সিংহরা স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানের বিরুদ্ধে কোনও অবস্থাতেই নামবেন না তাঁরা। এমনকী সেমিফাইনালেও মুখোমুখি না হয়ে ওয়াকওভার দেয় ভারতীয় দল।

Harbhajan Singh opposes India vs Pakistan in Asia Cup 2025 after soldiers killed in Pahalgam attcak

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleনাগরিক হওয়ার আগেই ভোটার সোনিয়া! প্রমাণ দিল বিজেপি
Next articleতামিলনাড়ুতে রাজ্যপালের হাত থেকে পুরস্কার বয়কট পিএইচডি স্কলারের
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।