উইকেট পেলেও অশ্বিন-জাদেজাকে ঘিরে তোপ দাগলেন ভাজ্জি

ভারতীয় দলকে দেশের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজে পরাজিত করে নিউজিল্যান্ড এক নজিরবিহীন সাফল্য অর্জন করেছে। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বেঙ্গালুরুতে ৮ উইকেটে জয়লাভ করার পর,…

Harbhajan Singh Highlights Indian Batters' Struggle Against Spin in IND vs NZ 2nd Test Loss

ভারতীয় দলকে দেশের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজে পরাজিত করে নিউজিল্যান্ড এক নজিরবিহীন সাফল্য অর্জন করেছে। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বেঙ্গালুরুতে ৮ উইকেটে জয়লাভ করার পর, দ্বিতীয় ম্যাচে পুনেতে ১১৩ রানের ব্যবধানে ভারতকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ অপ্রতিরোধ্য লিড নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এরই মধ্যে ভারতের অন্যতম সফল স্পিনার ও বিশ্লেষক হরভজন সিং নিউজিল্যান্ডের এই ঐতিহাসিক জয়ের প্রশংসা করেছেন এবং স্বীকার করেছেন যে ভারতীয় দল তাদের ঘরের মাঠে নিউজিল্যান্ডের আধিপত্যের সামনে অসহায় হয়ে পড়েছে। এছাড়াও কিউয়িদের প্রশংসায় পঞ্চমুখ হলেও অশ্বিন-জাদেজাদের সমালোচনাও করতে ছাড়েননি ভাজ্জি (IND vs NZ Harbhajan Singh on Ashwin-Jadeja)।

গতকাল হরভজন সিং সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “যদি আপনার ঘরের মাঠে দীর্ঘদিনের একটি সফল রেকর্ড থাকে এবং আপনি সেখানে হারেন, তা হলে এর আলোচনা স্বাভাবিক। নিউজিল্যান্ড এখানে যে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়ে জয়লাভ করেছে, তার জন্য অবশ্যই তাদের প্রশংসা প্রাপ্য। স্পিনারদের জন্য অনুকূল পিচে তারা যে আত্মবিশ্বাস ও স্কিলের সঙ্গে খেলেছে তা সত্যই প্রশংসনীয়।”

   

এছাড়াও ভারতীয় স্পিনারদের পারফরম্যান্স নিয়ে ভাজ্জি (IND vs NZ Harbhajan Singh on Ashwin-Jadeja) বলেন, “অশ্বিন-জাদেজার বিষয়ে খুব বেশি কথা বলতে চাই না। এই মুহূর্তে ওরা বিশ্বমানের স্পিনার। ওয়াশিংটন এসেও ভালো বল করেছে। তবে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আপনি যদি অধিনায়কের ভরসার হাত না হতে পারেন তাহলে আপনার দক্ষতা নিয়ে অবশ্যই প্রশ্ন ওঠা উচিত।”

নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে পরবর্তী ম্যাচে জয় চাইছেন লোবেরা

তবে দুই টেস্ট ম্যাচে ব্যাট হাতে ভারতের পক্ষে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সরফরাজ খান এবং যশস্বী জয়সওয়াল। সরফরাজ দুই ম্যাচে সর্বমোট ১৭০ রান সংগ্রহ করেছেন, যশস্বী করেছেন ১৫৫ রান এবং ঋষভ পন্ত করেছেন ১৩৭ রান। তবে অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি দু’জনেই ব্যর্থ হয়েছেন। কোহলি এই দুই ম্যাচে মাত্র ৮৮ রান করেছেন, আর জাদেজা সংগ্রহ করেছেন ৮৫ রান। তাই ব্যাটিং ব্যর্থতা অবশ্যই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ভারতীয় দলের কাছে।

‘রোহিতের টি-টোয়েন্টি মানসিকতা ত্যাগ করা উচিত’, কেন এমন বললেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক?

প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারত ও নিউজিল্যান্ডের তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচ মুম্বাইতে অনুষ্ঠিত হবে, যেখানে ভারতীয় দল সিরিজে নিজেদের সম্মান রক্ষার শেষ সুযোগ পাবে। ম্যাচের আগে মুম্বাইতেই অনুশীলন করবে ভারতীয় দল।