Asia Cup 2025 : পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে অস্বীকার, শাস্তির মুখে কি পড়বে ভারত?

এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আর এবার সেই উত্তেজনার কেন্দ্রে খেলায় হার-জিত নয়, বরং ম্যাচ-পরবর্তী করমর্দন! গত…

Handshake Controversy of India vs Pakistan in Asia Cup 2025 ICC rules out Punishment unsporting conduct claim

এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আর এবার সেই উত্তেজনার কেন্দ্রে খেলায় হার-জিত নয়, বরং ম্যাচ-পরবর্তী করমর্দন! গত রবিবার, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত-পাক ম্যাচ শেষে দেখা যায়, সূর্যকুমার যাদবরা পাকিস্তান দলের সঙ্গে প্রথাগত করমর্দন এড়িয়ে যান। এরপর থেকেই শুরু হয়েছে হ্যান্ডশেক বিতর্ক (Handshake Controversy)।

Asia Cup 2025 : হ্যান্ডশেক বিতর্কে বিসিসিআইয়ের কড়া জবাব, ICC মানল না পিসিবির অভিযোগ

   

ভারতীয় দলের এহেন সিদ্ধান্ত পহেলগাঁওয়ে এক সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে। যদিও ভারতীয় দলের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে পাকিস্তান এই আচরণকে “অখেলোয়াড়সুলভ” এবং “খেলার আত্মার বিরুদ্ধে” বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

PCB give statement on why India Cricketers boycott handshake with Pakistan in Asia Cup 2025

পাক ক্রিকেট বোর্ড (PCB) এক বিবৃতিতে জানায়, “দলের ম্যানেজার নাভেদ চিমা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এবং ভারতীয় দলের আচরণের বিরুদ্ধে সরাসরি আপত্তি জানিয়েছেন।” পিসিবির মতে, করমর্দনের মতো ঐতিহ্যবাহী রীতিকে এড়িয়ে যাওয়া আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে অপমানজনক বার্তা দেয়।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ভূমিকা ঘিরে বিতর্ক

এই বিতর্কে আরও একটি নতুন মোড় আসে যখন পিসিবি ম্যাচ রেফারির ভূমিকাতেও প্রশ্ন তোলে। অভিযোগ অনুযায়ী, টসের সময় পাকিস্তান অধিনায়ক সলমান আলিকে করমর্দন থেকে বিরত থাকতে বলেন রেফারি পাইক্রফট (Andy Pycroft)। পিসিবির দাবি, এটি আইসিসির আচরণবিধি ও এমসিসির নিয়মের পরিপন্থী।

India vs Pakistan in Asia Cup 2025 handshake controversy Salman Ali Agha boycott Award Ceremony

পিসিবি আরও জানায়, ম্যাচ-পরবর্তী সাংবাদিক বৈঠকে তারা প্রতিবাদস্বরূপ নিজেদের অধিনায়ককে পাঠায়নি। এমনকি এক রিপোর্টে দাবি, পিসিবি নিজেদের এক শীর্ষ কর্তা যিনি ঘটনার পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাননি, তাঁকেও বরখাস্ত করেছে।

আইসিসির অবস্থান কী? শাস্তি পেতে পারে ভারত?

তবে এই পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, করমর্দন হল “রীতি মাত্র, কোনও বাধ্যতামূলক নিয়ম নয়।” আইসিসি সূত্রে আরও জানা যায়, ম্যাচ রেফারি পাইক্রফট শুধুমাত্র পরিস্থিতির সম্ভাব্য অস্বস্তি এড়াতেই পাকিস্তান অধিনায়ককে সতর্ক করেছিলেন। কোনও নিয়ম লঙ্ঘন হয়নি বলেই মনে করছে তারা।

Advertisements

India vs Pakistan Update

ফলে ভারতীয় খেলোয়াড়রা করমর্দন না করায় আইনি বা আচরণগত দিক থেকে কোনও শাস্তির মুখে পড়বে না, এমনটাই জানাচ্ছে আইসিসি ঘনিষ্ঠ সূত্র। যদিও এ বিষয়ে এখনো আইসিসির তরফে আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

Asia Cup 2025 : ম্যানচেস্টার ডার্বির প্রসঙ্গ তুলে পাকিস্তানকে খোঁচা দিয়ে কি বললেন সৌরভ?

সোশ্যাল মিডিয়া ও কূটনৈতিক প্রতিক্রিয়া

পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে লেখেন, “ম্যাচ রেফারিকে অবিলম্বে সরানো উচিত।” তিনি জানান, আইসিসির কাছে তাঁরা লিখিত অভিযোগ জানিয়েছেন।

Afghanistan Bowler Naveen Ul Haq ruled out of Asia Cup 2025 due to shoulder injury

খেলার মাঠে কূটনৈতিক টানাপোড়েন নতুন কিছু নয়। তবে করমর্দনের মতো একটি রীতিকে কেন্দ্র করে এত বড় বিতর্ক তৈরি হওয়ায় এশিয়া কাপের আবহ বেশ চাপাপড়া। যদিও আইসিসি নিয়মতান্ত্রিকভাবে ভারতীয় দলের পাশে দাঁড়িয়েছে, তবে এই বিতর্কের প্রভাব কি পরবর্তী ভারত-পাকিস্তান ম্যাচেও পড়বে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

Handshake Controversy of India vs Pakistan in Asia Cup 2025 ICC rules out Punishment unsporting conduct claim