রবিবার রাতেই শহরে এসে গিয়েছেন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের ষষ্ঠ বিদেশি। হামিদ আহদাদ (hamid ahadad )। তাঁকে নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। উল্লেখ্য, গতবারের গোলের খরা মেটাতে এবার ও গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকসকে দলে রাখা হলেও তাঁর সাথেই দলে নতুন স্ট্রাইকার যুক্ত করার পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। তাই এবারের গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের দিকে নজর রাখতে শুরু করেছিল লাল-হলুদ শিবির। শেষ পর্যন্ত তিরিশ বছর বয়সী এই মরোক্কান ফুটবলারকে দলে টানে ইস্টবেঙ্গল।
ভারতের এই ফুটবল ক্লাবে সই করার আগে মরোক্কোর প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব ম্যাস ফেসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেখানে খেলেছিলেন প্রায় পনেরোর ও বেশি ম্যাচ। যার মধ্যে ৩টি গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট ছিল এই ফরোয়ার্ডের। সবদিক মাথায় রেখেই তাঁকে দলে টেনেছে ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবলে নিজেকে আদৌও কতটা মেলে ধরতে পারেন এখন সেদিকেই নজর থাকবে সকলের। বলাবাহুল্য, শেষ ফুটবল মরসুমে দিমিত্রিওস ডায়মান্তাকস থেকে শুরু করে ক্লেটন সিলভার মতো ফরোয়ার্ড দলে থাকলেও খুব একটা ভালো পারফরম্যান্স করা সম্ভব হয়নি কারুর পক্ষেই।
স্বাভাবিকভাবেই যা হতাশ করেছিল সকল সমর্থকদের। সেই সমস্যা কাটিয়ে উঠে এবার ভালো পারফরম্যান্সের মধ্য দিয়ে ট্রফি জয় করাই অন্যতম লক্ষ্য লেসলি ক্লডিয়াস সরণির এই দলের। সেজন্য এবারের ডুরান্ড কাপ থেকেই নিজেদের ছন্দ ফেরাতে তৎপর মশাল ব্রিগেড। গত রবিবার সন্ধ্যায় শহরে আসার পর মঙ্গলবার থেকেই দলের অনুশীলনে নেমে পড়েন এই বিদেশি ফুটবলার। সব ঠিকঠাক থাকলে এবারের এই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ম্যাচে খেলতে দেখা যেতে পারে হামিদকে।