২৮ জুলাই ডুরান্ড কাপে (Durand Cup 2025) অভিযান শুরু করবে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। এবার আক্রমণভাগের শক্তি বাড়াতে হোলিচরণ নার্জারিকে (Halicharan Narzary) দলে নিল ডায়মন্ড হারবার।
২৮ জুলাই ডুরান্ড কাপে (Durand Cup 2025) অভিযান শুরু করবে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। প্রতিপক্ষ কলকাতা ময়দানের আরেক প্রধান মহামেডান এসসি (Mohammedan SC)। যদিও ডুরান্ডে প্রথমবারের জন্য অভিষেক হবে কলকাতার ‘ফোর্থ জায়ান্ট’দের। এর আগেই বেশ কয়েকজন বিদেশি ফুটবলারকে দলে টেনে বেশ চমক দিয়েছে কিবু ভিকুনার দল।
সেই তালিকায় নাম রয়েছে আইএসএলে খেলা লুকা মাজসেন। স্প্যানিশ ফুটবলার মিকেল কার্তোজা সহ ব্রাজিলিয়ান স্ট্রাইকারের। এবার আক্রমণভাগের শক্তি বাড়াতে হোলিচরণ নার্জারিকে (Halicharan Narzary) দলে নিল ডায়মন্ড হারবার।
NEW SIGNING ALERT✍
DHFC is excited to welcome Halicharan Narzary who joins us on loan from Bengaluru FC. We look forward to seeing him shine bright in the colours of Diamond Harbour FC ❤️💙#DHFC #DumdaarHarBaarDiamondHarbour #indianfootball #newsigning pic.twitter.com/fHlmaMsyO8
— DHFC (@dhfootballclub) July 27, 2025
মাত্র তিন বছরের পথচলা। তবুও ভারতীয় ফুটবলের মঞ্চে দ্রুত গতিতে নিজস্ব অবস্থান তৈরি করে ফেলেছে ডায়মন্ড হারবার এফসি। ২০২২ সালের ১৫ এপ্রিল, বাংলা নববর্ষে আত্মপ্রকাশ করে ডায়মন্ড হারবার এফসি। জন্মলগ্ন থেকেই লক্ষ্য ছিল বড়, তার দিকে এগিয়ে যাওয়ার কৌশল ছিল পেশাদার। অল্প সময়ে কলকাতা লিগের প্রথম ডিভিশন পেরিয়ে তারা পৌঁছে যায় প্রিমিয়ার ডিভিশনে।
এবার সেই স্বপ্ন আরও বিস্তৃত, কারণ চলতি বছরের এপ্রিল মাসে আই-লিগ ২ জিতে তারা অর্জন করেছে আই-লিগের টিকিট। এবার আইলিগ জিতে দেশের সর্বোচ্চ লিগ ইন্ডিয়ান সুপার লিগে (ISL) পৌঁছানো এখন স্বপ্ন। সেই মতোই হাতে ধরে দল তৈরির কাজ সারছেন স্প্যানিশ কোচ কিবু ভিকুনা।
ডুরান্ডে অভিযান শুরুর আগের দিনই ফের চমক দিল কিবুর দল। ইন্ডিয়ান সুপার লিগে খেলা অভিজ্ঞ উইঙ্গার হোলিচরণ নার্জারি এবার ডায়মন্ডের জার্সিতে খেলবেন ডুরান্ড কাপ ও আই-লিগ। বেঙ্গালুরু এফসি নিশ্চিত করেছে, নার্জারি ডায়মন্ড হারবার এফসিতে লোনে যোগ দিয়েছেন। নয়া চুক্তির ফলে আই-লিগের প্রথম মরসুমেই আরও শক্তিশালী দল নিয়ে নামবে ডায়মন্ড হারবার।
৩১ বছর বয়সী এই মিজো উইঙ্গার ইতিমধ্যে নর্থইস্ট ইউনাইটেড এফসি, হায়দরাবাদ এফসির মতো ক্লাবে খেলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জাতীয় দলের জার্সিতেও খেলেছেন ২৭ ম্যাচ। গত কয়েক মরসুমে যদিও তাঁর মাঠে উপস্থিতি কিছুটা কমে গিয়েছিল, তবে অভিজ্ঞতা ও গতি দুই’ই রয়েছে তাঁর পায়ে। সেই অভিজ্ঞতাকেই এবার কাজে লাগাতে চাইছে অভিষেক আই-লিগ দল ডায়মন্ড হারবার।
২০২৪-২৫ আই-লিগ ২-এ দুর্দান্ত পারফরম্যান্স করে শীর্ষস্থান দখল করে ডায়মন্ড হারবার, ফলে সরাসরি আই-লিগে উন্নীত হওয়ার সুযোগ পায় তারা। এবার দেশের দ্বিতীয় স্তরের লিগে প্রথমবারের মতো খেলতে নামার আগে দলকে আরও ভারসাম্যপূর্ণ করে তুলতেই নার্জারির মতো অভিজ্ঞ খেলোয়াড়কে দলে টানল ক্লাবটি।
ডায়মন্ড হারবার এফসির এক শীর্ষ কর্তা বলেন, “নার্জারির অভিজ্ঞতা দলের যুব খেলোয়াড়দের জন্য দারুণ সহায়ক হবে। তাঁর গতি ও উইং থেকে বল কড়ানোর দক্ষতা আমাদের আক্রমণকে আরও ধারালো করে তুলবে।”
টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে বিশ্ববিদ্যালয়র পরীক্ষা ঘিরে ক্ষোভ তৃণমূল নেতৃত্বের
নার্জারির আগমন শুধু মাঠের পারফরম্যান্স নয়, ড্রেসিং রুমেও প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। তাঁর সঙ্গে বেঙ্গালুরুতে খেলা অভিজ্ঞতা রয়েছে দলের বেশ কিছু ফুটবলারের, ফলে দ্রুতই মানিয়ে নিতে পারবেন বলে মনে করছে কোচিং স্টাফরা।