Durand Cup: ডার্বি উপলক্ষ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা সরকারের

Durand Cup

ফুটবলে মজে দেশের উত্তর পূর্ব। মাঠ ভরাতে উদ্যোগ নিয়েছে খোদ রাজ্য সরকার। ডার্বি উপলক্ষ্যে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। ডুরান্ড কাপে (Durand Cup) নর্থ ইস্ট ডার্বি। আজই মুখোমুখি হচ্ছে ট্রাউ ফুটবল ও নেরোকা। দুটি দলই আই লিগের। ইন্ডিয়ান সুপার লিগের তুলনায় বড় বাজেটের দল। গত আই লিগে দুই দলের পারফরম্যান্স আহামরি ছিল না। বিশেষ করে ট্রাউ ফুটবল ক্লাবের।

Advertisements

প্রায়শই প্রশ্ন ওঠে কর্পোরেট কালচারে তৃণমূল স্তরের বা ক্লাব কালচার হারিয়ে যাচ্ছে কি না। এ ব্যাপারে তর্ক বিতর্ক চলতে পারে। সর্বপরি প্রশাসনের বা ক্লাব কর্তাদের সদিচ্ছা নিয়েও প্রশ্নের অবকাশ থাকতে পারে।

Advertisements

ডার্বির জন্য ছুটি, এটা সম্প্রতি অতীতে শোনা গিয়েছে কি না বলা মুশকিল। অতিমারি অধ্যায় কাটানোর পর নতুন করে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। ইন্ডিয়ান সুপার লিগের দলগুলোকেও টুর্নামেন্টে মাঠে নামতে হয়েছে। সব কিছুকে ছাপিয়ে আলোচনা এদিনের নর্থ ইস্ট ডার্বি। কুমান লম্পক স্টেডিয়ামে ম্যাচ। সরকারী দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস ছুটি