বর্তমান ফুটবল পরিস্থিতিতে গোট কনসার্টকে এক হাত নিলেন হাবাস

Antonio Lopez Habas Rues Absence of Armando Sadiku

বিগত বেশকিছু মাস ধরেই অনিশ্চয়তার মধ্যে দিয়ে এগোচ্ছে ভারতীয় ফুটবল (Indian football crisis)। ফিফা তালিকার বিপর্যয়ের পর ধোঁয়াশার মধ্যে রয়েছে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ। গতবার পরিকল্পনা মাফিক সমস্ত কিছু আয়োজিত হলেও এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। চলতি মাসের শুরুতেই এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। যারফলে আদৌও কবে শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ সহ দেশের অন্যান্য ফুটবল টুর্নামেন্ট গুলি সেটা এখনও স্পষ্ট নয়। যারফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে ক্লাব গুলি। ইতিমধ্যেই দায়িত্ব ছেড়ে অন্যত্র যোগ দিতে দেখা গিয়েছে বেশকিছু কোচ ও ফুটবলারদের। বেতন সমস্যা ও দেখা দিয়েছিল একাধিক দলের।

ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে এই নিয়ে একের পর এক বৈঠক আয়োজিত হলেও এখনও মেলেনি কোনও সমাধান সূত্র। গত কয়েকদিন আগেই আইএসএলের ক্লাব জোটের তরফে ফেডারেশনে বিশেষ চিঠি প্রেরন করেছিলেন বিনয় চোপড়া। যদিও তাঁর চিঠির উত্তর দিতে দেরি করেনি এআইএফএফ। কিন্তু কবে মিলবে সমাধান এখন সেদিকেই নজর থাকবে প্রত্যেকের। এসবের মাঝেই গত শনিবার সকালে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হয়েছিল গোট কনসার্ট শতদ্রু দত্তের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন তারকা তথা গতবারের বিশ্বজয়ী ফুটবলার লিওনেল মেসি। পাশাপাশি ছিলেন
রদ্রিগো ডি পল সহ লুইস সুয়ারেজের মতো তারকারা।

   

কিন্তু সেখানে ও দেখা যায় চরম বিশৃঙ্খলা। ক্ষোভের বশবর্তী হয়ে স্টেডিয়াম জুড়ে ভাঙচুর চালাতে দেখা যায় ফুটবলপ্রেমীদের একটা বিরাট অংশকে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই পরবর্তীতে যথেষ্ট গুরুত্ব সহকারে ইভেন্ট পর্যবেক্ষণ করার পাশাপাশি বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা যায় হায়দরাবাদ থেকে শুরু করে মুম্বাই ও দিল্লিতে। বলাবাহুল্য, কলকাতা বাদে বাকি শহর গুলিতে যথেষ্ট সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠান। তবে ভারতীয় ফুটবলের এমন অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দাঁড়িয়ে এমন অনুষ্ঠান আয়োজন করা যে কতটা গুরুত্ব রাখে এবার সেই কথাই তুলে ধরলেন স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ভারতীয় ফুটবল সার্কিটে যথেষ্ট পরিচিত হাবাস।

বেশ কিছুক্ষণ আগে নিজের সোশ্যাল সাইটে তিনি লেখেন, ‘ সত্যি বলতে, যখন ভারতে পেশাদার এবং অপেশাদার ফুটবলের পরিস্থিতি সর্বস্তরে এক ভয়াবহ এবং অবনতিশীল অবস্থায়, তখন বিশ্বের সেরা খেলোয়াড়ের সাথে এই ধরণের একটি ইভেন্ট আয়োজন করা আমার কাছে লজ্জাজনক বলে মনে হয়। পেশাদার খেলোয়াড় এবং কোচরা জানেন না যে তাঁরা আবার কবে খেলতে পারবেন, এবং অনেক ক্ষেত্রেই তাঁদের মাসের পর মাস বেতন দেওয়া হয়নি। আমি নিশ্চিত যে মেসি যদি এই পরিস্থিতি সম্পর্কে অবগত থাকতেন, তাহলে তিনি অনুষ্ঠানে যোগ দিতেন না।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন