এবারের এই ফুটবল সিজন খুব একটা ভালো যায়নি গুরপ্রীত সিং সান্ধুর (Gurpreet Singh Sandhu)। বেঙ্গালুরু এফসির জার্সিতে নিজের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকলেও খুব একটা সুবিধা করতে পারেনি? এই ভারতীয় গোলরক্ষক। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ হোক কিংবা ইন্ডিয়ান সুপার লিগ। প্রতিটি ক্ষেত্রেই দলের তিন কাঠির দায়িত্ব সামাল দেওয়ার ক্ষেত্রে হতাশাজনক পারফরম্যান্স থেকেছে ভারতীয় গোলরক্ষকের। স্বাভাবিকভাবেই তাঁকে প্রথম একাদশে রাখা নিয়ে উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা সময় তাঁকে রিজার্ভ বেঞ্চে বসানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বেঙ্গালুরু কোচ জেরার্ড জারাগোজা।
আসলে তিনি যে নামের তুলনায় পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দেন সেটাই যেন বুঝিয়ে গিয়েছেন প্রতি মুহূর্তে। দেশের এই প্রথম ডিভিশন ফুটবল লিগে গুরপ্রীতের এমন হতশ্রী পারফরম্যান্স দেখে স্বাভাবিকভাবেই তাঁর উপর ভরসা রাখতে পারেননি ভারতীয় ফুটবল দলের কোচ মানোলো মার্কুয়েজ। যার ফল স্বরূপ গত মার্চ মাসের জাতীয় শিবিরে দলের স্কোয়াডে দেখা যায়নি গুরপ্রীতকে। আসলে নিজের নামের প্রতি তিনি যে সুবিচার করতে ব্যর্থ সেটাই প্রমাণ হয়েছে প্রত্যেক মুহূর্তে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। কিছুদিন আগেই শেষ হয়েছে এবারের ফুটবল মরসুম। নর্থইস্ট ইউনাইটেডের পাশাপাশি এফসি গোয়া এবং মোহনবাগান সুপার জায়ান্টের আধিপত্য থেকেছে ব্যাপকভাবে।
বেঙ্গালুরু এফসি এবারের ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে উঠলেও চূড়ান্ত সাফল্য পায়নি। তাঁর ভুল সিদ্ধান্তের মাসুল গুনতে হয়েছে কর্নাটকের ফুটবল ক্লাবকে। এই সমস্ত কিছু নিয়ে যথেষ্ট হতাশ সকলে। বর্তমানে নিজের হারানো ছন্দ ফিরিয়ে আনাই অন্যতম লক্ষ্য এই পাঞ্জাবী ফুটবলারের। তাই সিজন শেষ হলেও অনুশীলন থেকে বিরত থাকেননি এই ভারতীয় গোলরক্ষক। এবার নরওয়ের ফুটবল ক্লাব স্টাবিকের সঙ্গে নিজেকে প্রস্তুত করছেন গুরপ্রীত। বলাবাহুল্য, একটা সময় এই ফুটবল দলের হয়ে খেলে গিয়েছেন সান্ধু। কিছু কিছু সময় তাঁর পারফরম্যান্স মন জয় করেছিল সকলের।
পরবর্তীতে ভারতে ফিরে আসেন গুরপ্রীত। এখনও পর্যন্ত বেঙ্গালুরু এফসির সঙ্গে চুক্তিবদ্ধ এই তারকা। তবে গত কয়েকদিন ধরে এই দলের সঙ্গে অনুশীলন করায় উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। অনেকেই মনে করতে শুরু করেছিলেন যে আবার হয়তো বিদেশি ক্লাবে যোগদান করতে চলেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তবে সেই সম্ভাবনা অনেকটাই কম।