Shubman Gill: গোদের ওপর বিষফোঁড়া, গিলকে গুনতে হবে ১২ লক্ষ টাকা জরিমানা

Shubman Gill

ভারতীয় দলের তারকা খেলোয়াড় শুভমান গিল (Shubman Gill) আইপিএলে প্রথমবার অধিনায়কত্ব করছেন। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতলেও দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে তাঁর দলকে। গুজরাট টাইটান্সকে ৬৩ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। হারের পরও শুভমন গিলের সমস্যা কমেনি। জরিমানা করা হয়েছে তাঁকে।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলকে। নির্ধারিত সময়ের মধ্যে মঙ্গলবার তাঁর দল ওভার বোলিং করতে না পারায় গিলকে জরিমানা করা হয়েছে। মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আইপিএলের ন্যূনতম ওভার রেট সংক্রান্ত আচরণবিধির অধীনে এটি গুজরাট দলের প্রথম অপরাধ হওয়ায় গিলকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

   

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমান গিল। গিলের সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করে চেন্নাই সুপার কিংস। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে, তিন বিভাগেই প্রতিপক্ষকে পিছনে ফেলে দিয়েছে চেন্নাই সুপার কিংস।

প্রথমে ব্যাট করে ২০৬/৬ তোলে চেন্নাই সুপার কিংস। এমএ চিদম্বরম স্টেডিয়ামে সুপার কিংসের টিম গেম। দলের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও রচিন রবীন্দ্র দু’জনেই খেললেন ৪৬ রানের ইনিংস। মিডল অর্ডারে রানের গতি ব্যহত হতে দেননি শিবম দুবে। আসন্ন টি২০ বিশ্বকাপ খেলার অন্যতম দাবিদার এই ক্রিকেটার। ২৩ বলে ৫১ রানের বিস্ফোরক ইনিংস খেললেন তিনি। লোয়ার মিডল অর্ডারে নেমে ২০ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস ড্যারেল মিচেলের।

সুপার কিংস বোলারদের বিরুদ্ধে পরিকল্পনামাফিক ব্যাট করতে পারেনি গুজরাট টাইটানস। গড়ে ওঠেনি বড় কোনো পার্টনারশিপ। একেক দক্ষতাও দেখা যায়নি। ফলে যা হওয়ার তাই হয়েছে। হাতছাড়া হয়েছে ম্যাচ। ২০৬ রান তাড়া করতে নেমে গুজরাট টাইটানসের ইনিংস থামল ১৪৩/৮ রানে। পরপর দুই ম্যাচে জিতল চেন্নাই সুপার কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করেছে সিএসকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন