গোয়া ম্যাচে নেই গ্ৰেগ স্টুয়ার্ট, কবে ফিরবেন মাঠে?

গতবারের মতো এবার ও দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। স্প্যানিশ কোচ জোসে মোলিনার হাত ধরে প্রথম থেকেই যথেষ্ট সক্রিয় থেকেছে ময়দানের এই…

Mumbai City FC ,confirms ,Greg Stewart

গতবারের মতো এবার ও দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। স্প্যানিশ কোচ জোসে মোলিনার হাত ধরে প্রথম থেকেই যথেষ্ট সক্রিয় থেকেছে ময়দানের এই প্রধান। ডুরান্ড কাপে চূড়ান্ত সাফল্য না আসলেও সেই হতাশা ভুলে ইন্ডিয়ান সুপার লিগে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল সবুজ-মেরুন। তবে শুরুটা খুব একটা ভালো না হলেও পরবর্তীতে দুরন্ত ছন্দে ধরা দেয় মোহনবাগান। বর্তমানে দেশের এই প্রথম ডিভিশন লিগে টানা আটটি ম্যাচে অপরাজিত রয়েছে বাগান ব্রিগেড। গত দুইটি হোম ম্যাচে দক্ষিণের দুই শক্তিশালী ফুটবল ক্লাবকে পরাজিত করে জেসন কামিন্সরা।

যাদের মধ্যে ছিল শক্তিশালী চেন্নাইয়িন এফসি এবং কেরালা ব্লাস্টার্স এফসি। বলাবাহুল্য, গত কেরালা ম্যাচে একটা সময় পিছিয়ে যেতে হয়েছিল ময়দানের এই প্রধানকে। সেখান থেকেই পরবর্তীতে ম্যাচে ফিরে এসে জয় সুনিশ্চিত করে আলবার্তো রদ্রিগেজরা। দলের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে অনেকটাই খুশি করেছে বাগান সমর্থকদের। এবার সেই ধারা বজায় রাখার লড়াই। আগামী ২০শে ডিসেম্বর গোয়ার ফতৌদা স্টেডিয়ামে মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট।‌

   

Transfer rumours Mumbai City FC

এবার এই ম্যাচে ও জয়ের ধারা বজায় রাখতে চাইবেন বাগানের স্প্যানিশ কোচ। সেইমতো গত কয়েকদিন ধরে গোটা দলকে অনুশীলন করিয়েছেন তিনি। অপরদিকে বেঙ্গালুরু ম্যাচের হতাশা ভুলে নিজেদের ঘরের মাঠে জয় পেতে চাইবেন সন্দেশ ঝিঙ্গানরা। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ও মাঠে নামতে পারবেন না স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্ট‌ (Greg Stewart)। যা কিছুটা হলেও চিন্তায় রাখবে সকলকে।

বলাবাহুল্য, চোটের সমস্যার দরুন গত কয়েক ম্যাচ ধরেই মাঠে নামতে পারছেন না দাপুটে ফরোয়ার্ড। যারফলে দিমিত্রি পেত্রাতোসের উপরেই বাড়তি ভরসা রাখতে হচ্ছে জোসে মোলিনাকে। তবে যতদূর জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী পাঞ্জাব ম্যাচ থেকেই মাঠে খেলতে দেখা যেতে পারে এই তারকা বিদেশিকে।