গ্রেগ বুঝিয়ে দিলেন মোহনবাগানের ভুলটা কোথায়

শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) উদ্বোধনী ম্যাচে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)-র বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan…

Greg Stewart's First Match Goal Fuels Optimism for Mohun Bagan in Durand Cup Derby

শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) উদ্বোধনী ম্যাচে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)-র বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ম্যাচের পর বাগান মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট (Greg Stewart) দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

   

অবশেষে মিটল রানের খরা! ম্যাচ জিততে ‘তিলকেই’ আস্থা আগরওয়ালের

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট৷ বিরতির পর বদলে যায় ম্যাচের গতিবিধি। পরপর গোল করে ম্যাচে ফেরত আসে মুম্বই সিটি এফসি। শেষ পর্যন্ত খেলার ফলাফল ২-২। ডুরান্ড কাপের পর আরও একবার রক্ষণের ভুলের খেসারত দিতে হল সবুজ মেরুন ব্রিগেডকে। এবারেই প্রথম মোহনবাগানের হয়ে খেলছেন গ্রেগ স্টুয়ার্ট। মুম্বই সিটি এফসির প্রাক্তন এই ফুটবলারের মতে, নিজেদের ভুলেই হারাতে হল নিশ্চিত তিনটে পয়েন্ট।

‘হতাশাজনক’, ম্যাচ শেষে indiansuperleague.com একান্ত সাক্ষাৎকারে স্টুয়ার্ট বলেন, ‘আমরা দুই গোলে এগিয়ে গিয়েছিলাম। কিন্তু ম্যাচ জিততে পারিনি। পাওফরম্যান্স আরও ভাল হতে পারতো। সহজ কাজকে আমরা জটিল করেছি। সহজ পাসের বদলে আমরা কঠিন পাস খেলার চেষ্টা করেছিলাম।’

মেরিনার্সের ৮০% এর তুলনায় আইল্যান্ডারদের ৮৬% পাসিং কিছুটা নির্ভুল ছিল। বল পজিশন থেকে শুরু করে প্রতিপক্ষের রক্ষণের ওপর চাপ বাড়ানো, বিরতির পর মোহনবাগানকে টেক্কা দিয়েছিল মুম্বই সিটি এফসি। প্রাপ্ত সুযোগের সদ্বব্যবহার করতে পারলে বাগানকে হারিয়ে পুরো পয়েন্টও আদায় করে নিতে পারতো মুম্বই।

IPL 2025: নিশ্চিত রাহুলের বিদায়! এই ৫ ক্রিকেটারের জন্য ঝাঁপাতে পারে LSG

স্টুয়ার্ট মনে করেন, তার দলকে বলের ওপর নিয়ন্ত্রণ আরও উন্নত করতে হবে। তাঁর কথায়, ‘আমরা গোল ছেড়ে দিয়েছিলাম। মুম্বই সিটি এফসি আমাদের ভুলের সুযোগ নিয়ে দ্বিতীয় গোল করেছিল।’