কয়েক ঘন্টার অপেক্ষা, ভোর রাতেই শহরে পা রাখছেন স্টুয়ার্ট

Transfer rumours Mumbai City FC

জুলাইয়ের শেষের দিক থেকেই প্রাক মরসুম প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের সিনিয়র দল। সেইমতো অনেক আগেই শহরে আসতে শুরু করেছিলেন বাগান ফুটবলাররা। তারপর মোহনবাগান দিবস থেকেই কোচের তত্ত্বাবধানে জোরকদমে অনুশীলন শুরু করে ময়দানের এই প্রধান। যেখানে প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছে দলের তারকা ফুটবলারদের।

অধিকাংশ ফুটবলার গত মাসেই শহরে এসে গেলেও ভিসা জনিত সমস্যার কারণে আসা সম্ভব হয়নি স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্টের‌ (Greg Stewart)। যা কিছুটা হলেও হতাশ করেছিল সমর্থকদের। বর্তমানে মিটে গিয়েছে সেই সমস্যা। সব ঠিকঠাক থাকলে শুক্রবার রাত ২টো বেজে ২০ মিনিট নাগাদ কলকাতার বুকে পা রাখতে চলেছেন এই ফুটবলার।

   

তাঁর আসার অপেক্ষায় পথ চেয়ে বসে আপামর বাগান জনতা। যতদূর খবর, শহরে এসে কয়েক ঘন্টা বিশ্রাম নিয়েই শনিবার থেকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন আক্রমণভাগের এই ফুটবলার। উল্লেখ্য, গত ২৮ জুলাই রাতে হরে পা রেখেছিলেন দুই অজি বিশ্বকাপার। জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্স।

তাঁদের সাথে একই দিনে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সেজন্য শহরে পা রেখে খুব একটা সময় নষ্ট করতে চান না স্টুয়ার্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন