গ্রাহাম থর্পের মৃত্যুর রহস্য ফাঁস, এক সপ্তাহ পরে প্রকাশ্যে সত্যিটা

Graham Thorpe Death

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্পের (Graham Thorpe Death) মৃত্যু সংক্রান্ত একটা বড়সড় রহস্য অবশেষে ফাঁস হয়েছে। প্রসঙ্গত, গত ৫ অগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন থর্প। গত ২ বছর ধরে শারীরিক এবং মানসিকভাবে তিনি যথেষ্ট অসুস্থ ছিলেন। থর্পের মৃত্যুতে গোটা ক্রিকেট জগতে শোকের ছায়া নেমে এসেছিল। কিন্তু, স্বামীর মৃত্যুর দিন সাতেক পর প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটারের স্ত্রী আমান্ডা থর্প একটা বড়সড় রহস্য ফাঁস করেছেন। তিনি জানান যে গ্রাহাম বহুদিন ধরেই অবসাদ এবং মানসিক চিন্তার বিরুদ্ধে লড়াই করছিলেন। শেষপর্যন্ত তিনি আত্মহত্যা করতে কার্যত বাধ্য হয়েছেন।

সম্প্রতি ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটনকে একটি ইন্টারভিউ দিয়েছেন আমান্ডা। সেখানেই আমান্ডা তাঁর স্বামী গ্রাহাম থর্পের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর বিবৃতি দিয়েছেন। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সবার আগে গ্রাহাম থর্পের মৃত্যুর ব্যাপারটা নিশ্চিত করা হয়েছিল। আমান্ডা বললেন, গত কয়েকবছর ধরেই আমান্ডা শারীরিক এবং মানসিকভাবে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হচ্ছিলেন। শেষপর্যন্ত তিনি আত্মহত্যার পথই বেছে নেন। উল্লেখ্য, ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে গ্রাহাম থর্প ১০০টি টেস্ট ম্যাচ এবং ৮২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। দুটো ফরম্যাট মিলিয়ে তিনি মোট ৯ হাজারের বেশি রান করেছেন।

   

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২২ সালের মে মাসে গ্রাহাম থর্প একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। ‘দ্য টাইমস’ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে আমান্ডা থর্প উল্লেখ করেন, ‘স্ত্রী এবং দুই কন্যা সন্তান থাকার পরও যাঁকে উনি ভালোবাসতেন এবং ওঁকে যারা ভালোবাসতেন, সেটা একেবারে উচিত হয়নি। সাম্প্রতিককালে উনি যথেষ্ট অসুস্থ হয়ে পড়েন। উনি মনে করতেন যে ওঁকে ছাড়াই আমরা ভালো থাকব। ওঁর এই চিন্তাভাবনায় আমরা যথেষ্ট দুঃখ পেয়েছিলাম। কিন্তু, এই ধারণা থেকে উনি নিজেকে বের করে আনতে পারেননি। শেষপর্যন্ত আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ করেন।’

গ্রাহাম থর্পের স্মরণসভা
ফানহ্যাম ক্রিকেট ক্লাব এবং চিপস্টেড ক্রিকেট ক্লাবের মধ্যে সোমবার (ভারতীয় সময় অনুসারে) একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই ম্যাচটি শুরু হওয়ার আগে গ্রাহাম থর্পের একটি স্মরণসভা আয়োজন করা হয়েছিল। সেখানে তাঁর স্ত্রী আমান্ডা এবং দুই মেয়ে কিট্টি (২২) এবং এমা (১৯) হাজির ছিলেন। সেখানেই আমান্ডা বললেন, ‘বিগত কয়েকবছর ধরেই গ্রাহাম যথেষ্ট অবসাদ এবং চিন্তার মধ্যে ছিলেন। আর সেকারণে ২০২২ সালেও তিনি একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। সেকারণে দীর্ঘদিন তাঁকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল।’

থর্পের নামে ফাউন্ডেশন
আমান্ডা আরও যোগ করেছেন, ‘আশা করেছিলাম যে চিকিৎসার পর হয়ত উনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু, অবসাদ থেকে একেবারে বেরোতে পারেননি। এক একসময় তো বিষয়টা যথেষ্ট গুরুতর পর্যায়ে চলে যেত। আমাদের পরিবারের পক্ষ থেকে যতটা সম্ভব ওঁকে সাহায্য় করা হয়েছিল। চিকিৎসাও করিয়েছিলাম। কিন্তু, দূর্ভাগ্যজনকভাবে কোনও কিছুতেই কাজ হয়নি।’ গ্রাহাম থর্পের পরিবারের পক্ষ থেকে ইংল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটারের নামে একটি ফাউন্ডেশন তৈরি করার কথা চিন্তাভাবনা করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন