Mohun Bagan vs Mumbai City FC: নুন্যতম ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে আইএসএল ফাইনালের টিকিট

Mohun Bagan vs Mumbai City FC

সোমবার দ্বিতীয় লেগের সেমিফাইনালে এফসি গোয়াকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪ মরসুমের ফাইনালে জায়গা করে নিয়েছে মুম্বই সিটি এফসি। ৪ মে ফাইনালে তাদের প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্ট। ওড়িশা এফসি-র বিরুদ্ধে জিতে ফাইনালে উঠেছে মোহনবাগান (Mohun Bagan)। ফাইনাল ম্যাচের জন্য শুরু হয়েছে টিকিট বিক্রির প্রক্রিয়া।

Advertisements

আইএসএল আগেই ঘোষণা করেছিল যে ফাইনালটি লিগ টেবিলের শীর্ষে থাকা ফাইনালিস্টের হোম স্টেডিয়ামে খেলা হবে। ওড়িশা এফসি-র বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের সেমিফাইনাল জয়ের সাথে সাথে কলকাতা ফাইনালের ভেন্যু হিসাবে নিশ্চিত হয়েছিল। কারণ মেরিনার্স ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে।

মুম্বই সিটি এফসির সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের টক্কর চলেছে এবারের মরসুমের শুরু থেকে। মুম্বই সিটি এফসিকে পরাজিত করেই লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট।

Advertisements

আগামী শনিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। এই প্রথম আইএসএল ফাইনাল হবে কলকাতায়। আইএসএল ফাইনালের টিকিট এখন BookMyShow.com থেকে অনলাইনে কেনা যাবে।

টিকিট দ্রুত বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে। আইএসএল ফাইনালের টিকিটের দাম শুরু হচ্ছে ১৫০ টাকা থেকে। এছাড়া ২০০ টাকা এবং ৩০০ টাকার দামের টিকিটের বিকল্প রয়েছে। ম্যাচের আরও ভালো অভিজ্ঞতা চাইলে পেয়ে যাবেন ভিআইপি বিভাগের টিকিট। ভিআইপি টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা।