সুখবর! ডুরান্ড ফাইনালের আগে ফিট শুভাশিস বসু

গত মঙ্গলবার ডুরান্ড কাপের (Durand Cup) সেমিফাইনালে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যারফলে আগামী ৩১শে আগস্ট নিজেদের ঘরের মাঠে তাঁরা ফাইনাল…

Subhasish Bose Fit Ahead of Durand Cup Final

গত মঙ্গলবার ডুরান্ড কাপের (Durand Cup) সেমিফাইনালে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যারফলে আগামী ৩১শে আগস্ট নিজেদের ঘরের মাঠে তাঁরা ফাইনাল ম্যাচ খেলবে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। বর্তমানে এই ম্যাচের দিকেই নজর রয়েছে আপামর বাগান জনতার। গতবছর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করে এই খেতাব জয় করেছিল বাগান ব্রিগেড। এবার ও ডুরান্ড কাপ জয় করেই মরসুম শুরু করার লক্ষ্য সবুজ-মেরুন ফুটবলারদের।

   

তবে এক্ষেত্রে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল শুভাশিস বসুর চোট। উল্লেখ্য, গত বেঙ্গালুরু এফসি ম্যাচে প্রথম থেকেই যথেষ্ট দক্ষতার সাথে রক্ষণভাগ সামাল দিয়ে আসছিলেন এই বাগান অধিনায়ক। কিন্তু পরবর্তীতে ক্র্যাম্প অনুভব করায় মাঠ থেকে উঠে যেতে হয় জাতীয় দলের এই ফুটবলারকে। সেই নিয়ে প্রবল চিন্তায় পড়ে গিয়েছিল বাগান জনতা ‌।

কিন্তু শেষ পাওয়া তথ্য অনুযায়ী বর্তমানে সম্পূর্ণ ফিট রয়েছেন শুভাশিস বসু। যারফলে বৃহস্পতিবার দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করতে দেখা যায় তাঁকে। এদিন মূলত সেটপিস এবং সিচুয়েশন প্র্যাকটিসের দিকেই বাড়তি নজর দিয়েছিলেন বাগান কোচ জোসে মোলিনা‌। সেখানে যথেষ্ট চনমনে দেখা যায় এই বাঙালি ডিফেন্ডারকে‌। সব ঠিকঠাক থাকলেও আগত ফাইনাল ম্যাচের প্রথম থেকেই তাঁকে মাঠে রাখতে পারেন মোলিনা।

অন্যদিকে, প্রথমবারের মতো ডুরান্ড কাপ জয়ের হাতছানি পেদ্রো বেনালির নর্থইস্টের কাছে। পুরনো সমস্ত কিছু ভুলে শিলং লাজং ম্যাচের পর এই ম্যাচে ও জয় পেতে চাইবে জন আব্রাহামের ফুটবল দল। বলতে গেলে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে দেশের ফুটবলপ্রেমীরা।