Sports News: উন্নিকৃষ্ণনদের সামনে নিজেদের প্রমাণ করার সুবর্ণ সুযোগ

গত ইন্ডিয়ান সুপার লিগের লাস্ট বয় ইমামি ইস্টবেঙ্গল সন্তোষ ট্রফিতে কেরালার হয়ে সর্বোচ্চ গোলদাতা জেসিন টিকেকে সই করিয়েছে সঙ্গে লিজো কুরুসাপ্পান, অতুল উন্নিকৃষ্ণন (Unnikrishnan) এবং…

Athul Unnikrishnan

গত ইন্ডিয়ান সুপার লিগের লাস্ট বয় ইমামি ইস্টবেঙ্গল সন্তোষ ট্রফিতে কেরালার হয়ে সর্বোচ্চ গোলদাতা জেসিন টিকেকে সই করিয়েছে সঙ্গে লিজো কুরুসাপ্পান, অতুল উন্নিকৃষ্ণন (Unnikrishnan) এবং নিষাদকে দলের রিজার্ভ বেঞ্চে সই করিয়েছে।

সূত্রে খবর, জেসিন ইমামি ইস্টবেঙ্গল এফসি’র মূল দলে যোগ দেবেন। রিজার্ভ দলে থাকা লিজো কুরুসাপ্পান, অতুল উন্নীকৃষ্ণন এবং নিষাদের কাছে কিন্তু লাল হলুদ ব্রিগেডের মূল দলে ঢোকার দরজা মোটেও বন্ধ হয়ে যায়নি। কলকাতা লিগের সুপার সিক্সে বিনো জর্জের প্রশিক্ষণে ত্রয়ী এই ফুটবলারকে পারফরম্যান্সের বন্যা দেখাতে পারে তাহলে ইমামি ইস্টবেঙ্গল এফসি’র হয়ে আসন্ন ISL লাল হলুদ জার্সি গায়ে দেখা যেতেই পারে এই তিনজন ফুটবলারকে।

Sports News: উন্নিকৃষ্ণনদের সামনে নিজেদের প্রমাণ করার সুবর্ণ সুযোগ

Advertisements

উল্লেখ্য যে, কেরালার ৬ এবং তামিলনাড়ু থেকে ১ জন ফুটবলার লাল হলুদ শিবিরের রিজার্ভ দলে জায়গা পেয়েছে। এই ৭ জন ফুটবলারের কাছে নিজেদের ভারতীয় ফুটবল মহলে প্রতিষ্ঠিত করার সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে। কলকাতাতে লিগে পারফরম্যান্সের জোরে মূল দলে জায়গা করে নিতে পারলেই প্রথম বাধা কেটে যেতে পারে। এরপর ISL লাল হলুদ জার্সি গায়ে পারফর্ম করতে পারলে জাতীয় দলে ইগর স্টিম্যাচের কোচিং’এ ভারতের হয়ে আন্তজার্তিক ম্যাচ খেলার একটা সূক্ষ সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।